বঙ্গোপসাগরে লঘুচাপ, মাছ ধরায় সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৭, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৩২, ২৪ অক্টোবর ২০২৫
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এই লঘুচাপ নিম্নচাপে পরিণত হলে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা থাকলেও পরে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে স্থলভাগে মিলিয়ে যায়।
সম্প্রতি বৃষ্টিহীন আবহাওয়ায় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়ে গেছে। ফলে জনগণ চরম গরমে ভুগছে। নতুন এই লঘুচাপের ফলে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে আজ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পযন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
