সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২২, ৮ ডিসেম্বর ২০২৫

অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা

অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা। ছবি: সংগৃহীত

দেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে খেলাধূলার সুযোগ বাড়ানোর দরকার বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। 

তিনি বলেন, আমাদের দেশে খেলার মাঠ অপর্যাপ্ত, মাঠের জন্য জমি পাওয়া যায় না। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে খেলাধূলার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেয়া দরকার। বিভিন্ন ক্লাব ও জিমনেশিয়ামসহ যেসকল প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবায় অবদান রাখছে তাদের জন্য ট্যাক্স মওকুফ করা যায়।
 
তিনি আরও বলেন, দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে ব্যবস্থা নেয়া দরকার যাতে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা  সংখ্যা কমে আসে।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যৌথ ঘোষণা বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে তৃতীয় পর্যায়ের সভায় তিনি এসব কথা বলেন। 

এসময় মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান অসংক্রামক রোগের প্রভাব ও অকালমৃত্যু হ্রাসে বহুখাতভিত্তিক কার্যক্রম ত্বরান্বিত করার জরুরি। এই উপলব্ধি থেকেই ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরিত হয়েছে। 

সভায় যে সব বিষয় অগ্রাধিকার দেওয়া হয়, সেগুলো হলো- 

১। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নিমিত্ত 'যৌথ ঘোষণা' বাস্তবায়নে প্রত্যেক মন্ত্রণালয় আগামী এক মাসের মধ্যে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করবে। কেবিনেট ডিভিশন বিষয়গুলো মনিটর করবে। এছাড়া মন্ত্রণালয়গুলো একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োজিত করবে যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। কর্মকর্তাদের এসিআরে স্বাস্থ্য সংক্রান্ত অংশে অসংক্রামক রোগের স্ক্রিনিং করার বিষয়টি যুক্ত করা হবে;
 
২। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকে জাতীয় উন্নয়নের অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে সকল মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যকর আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, দিকনির্দেশনা ও তদারকি জোরদার করা;

৩। সব সরকারি দপ্তর, অধিদপ্তর ও মাঠপর্যায়ের কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অসংক্রামক রোগ, তামাকজনিত ক্ষতি, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য, শারীরিক কার্যক্রম ও জীবনধারা পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন এবং মানবসম্পদ উন্নয়ন কর্মসূচিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া;

৪। তামাক নিয়ন্ত্রণ আইন, খাদ্য নিরাপত্তা আইন, ট্রান্স-ফ্যাট নিষেধাজ্ঞা, সড়ক নিরাপত্তা, পরিবেশ স্বাস্থ্য ও জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য আইনসমূহ দ্রুত নিষ্পত্তি, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং প্রয়োগকারী সংস্থাসমূহকে নির্দেশনা ও সহায়তা প্রদান; 

৫। বৈদেশিক মিশনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্যখাতে বিনিয়োগ আকর্ষণ, NCD প্রতিরোধে প্রযুক্তিগত সহায়তা, অর্থায়ন, গবেষণা সমর্থন ও সক্ষমতা উন্নয়নের সুযোগ সৃষ্টিতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা; 

৬। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন, ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং, খাদ্য লেবেলিং, সড়ক নিরাপত্তা আইন, পরিবেশ স্বাস্থ্য আইন, চিনি-যুক্ত পানীয় ও অতিপ্রক্রিয়াজাত খাদ্য নিয়ন্ত্রণসহ অসংক্রামক রোগ প্রতিরোধে প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন, সংশোধন ও নীতিমালা খসড়া তৈরি; 

৭। জনস্বাস্থ্যবান্ধব নগর পরিকল্পনার জন্য পার্ক, মাঠ, সাইকেল ট্র্যাক ও হাঁটার পথের জন্য জমি বরাদ্দ; 

৮। বায়ুদূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণমান সূচক প্রকাশ ও নগর সবুজায়ন সম্প্রসারণ এবং সব সরকারি ইভেন্টে পরিবেশবান্ধব ও তামাকমুক্ত নির্দেশনা প্রয়োগ করা;

৯। মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় স্থানে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা ও তামাক/অ্যালকোহল বিরোধী প্রচার;

১০। টিভি/রেডিওতে এনসিডি বিষয়ে সরকারি বার্তা প্রচারের জন্য বাধ্যতামূলক ফ্রি এয়ারটাইম বরাদ্দ। শিশুদের প্রতি লক্ষ্য করে অস্বাস্থ্যকর খাবার, তামাক ও অ্যালকোহল বিজ্ঞাপন নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণ;

১১। সব সড়ক প্রকল্পে হাঁটার পথ, ইউনিভার্সাল ডিজাইনের ফুটপাত ও সাইকেল লেন তৈরি; 

১২। তামাক, চিনি-মিশ্রিত পানীয় ও অস্বাস্থ্যকর খাদ্যের উপর কর বৃদ্ধি করে ভোক্তা হ্রাস করা।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ধর্ম মন্ত্রণালয়, সমন্বয় ও সংস্কার বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), প্রধান উপদেষ্টার কার্য্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, আইন ও বিচার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগের উর্ধ্বতন প্রতিনিধি অংশ নেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু
অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই