আইসিসি ইভেন্টে রান নিয়ে যা বললেন ‘তানজিদ তামিম’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:৪২, ৮ ডিসেম্বর ২০২৫
আইসিসি ইভেন্টে রান নিয়ে যা বললেন ‘তানজিদ তামিম’। ছবি: সংগৃহীত
আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের ওপেনিং ব্যাটিং নিয়ে আলোচনা চলছেই। তিনটি বড় আসর—২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি—তিনটিতেই প্রত্যাশা পূরণ করতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। নিজেও স্বীকার করলেন, বড় মঞ্চে নিজের সামর্থ্যের ক্রিকেট এখনো দেখাতে পারেননি।
মিরপুরে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন,“আইসিসি ইভেন্টে আমি সফল নই—এটা আগেও বলেছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এশিয়া কাপেও পারিনি।”
তার সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স থাকলেও সেই ছন্দ বড় টুর্নামেন্টে করতে না পারায় হতাশ এই ওপেনার। তিনি বলেন,“শেষ কয়েকটা সিরিজে আমার পারফরম্যান্স ভালো। চেষ্টা থাকবে যেন সেই ধারাবাহিকতাটা আইসিসি ইভেন্টেও ধরে রাখতে পারি।”
বিপিএল শুরুর আগে জাতীয় দলের বিশেষ ব্যাটিং ক্যাম্পকে নিজের প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন তামিম। তিনি বলেন,“খুব ভালো যাচ্ছে ক্যাম্প। বিপিএলের পরে এভাবে সময় পাওয়া যায় না। কোথায় ঘাটতি ছিল, কীভাবে উন্নতি করা যায়—খুব স্পেসিফিকভাবে কাজ করা হচ্ছে।”
তিনি জানান, সামনে বড় টুর্নামেন্টগুলোর আগে প্রতিপক্ষ কী ধরনের পরিকল্পনা করতে পারে, কোন লাইন-লেংথে বোলাররা আক্রমণ করতে পারে—এসব কৌশলগত বিষয়ে গভীরভাবে কাজ করছে টিম ম্যানেজমেন্ট।
তামিম বলেন,“কোচেরা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন পাওয়ার প্লেতে কীভাবে খেলা হবে, গ্যাপ কীভাবে বের করতে হবে। বারবার একই জিনিসগুলোতে ফোকাস করা হচ্ছে।”
দলীয় কৌশল ও ব্যক্তিগত দুর্বলতার জায়গায় কাজ করেই বিশ্বমঞ্চে নিজেদের আরও শক্তিশালী রূপে দেখাতে চান তিনি।
