মোস্তাফিজের আগুনে বোলিংয়ে দুর্ধর্ষ জয় দুবাই ক্যাপিটালসের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:৩৮, ৮ ডিসেম্বর ২০২৫
সংযুক্ত আরব আমিরাতে চলমান আন্তর্জাতিক টি–টোয়েন্টি লিগে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই নিজের দক্ষতার প্রমাণ দিয়ে যাওয়া মোস্তাফিজ এবারও হয়েছেন দলের জয়ের অন্যতম কারিগর।
সোমবার আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৩ ওভারে ২২ রানে ২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন তিনি। আগের ম্যাচেও গালফ জায়ান্টসের বিপক্ষে ৪–২৬ ও ২ উইকেট নিয়েছিলেন—যদিও সেদিন দল হার মানে। এবার তার বোলিংয়ের ওপর ভর করে বড় ব্যবধানে জয়ের আনন্দে ভাসলো দুবাই ক্যাপিটালস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে রভম্যান পাওয়েলের ৫২ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংসে দুবাই তুলে ১৮৬ রান। জবাবে শুরু থেকেই আবুধাবিকে নাকানি–চুবানি খাওয়ান দুই বাঁ–হাতি পেসার ডেভিড উইলি এবং মোস্তাফিজ। দ্রুত উইকেট হারিয়ে পথ হারায় প্রতিপক্ষ, আর পুরো দল গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে।
যদিও সূচনা করেন পেসাররা, আবুধাবির বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেয় সালমানখিলের স্পিনে। আন্দ্রে রাসেল কিংবা রাদারফোর্ড—কেউই পারেননি ঘুরে দাঁড়াতে। দুবাইয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পাকিস্তানি স্পিনার সালমানখিল, সমান ২টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নবি, মোস্তাফিজ এবং উইলি।
মোস্তাফিজের এই ধারাবাহিক সাফল্য আবারও প্রমাণ করছে—টি–টোয়েন্টি ফরম্যাটে তিনি এখনও অন্যতম সেরা ম্যাচ–উইনার।
