জাতীয় নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৯, ৮ ডিসেম্বর ২০২৫
জাতীয় নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: পিআইডি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৭তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য দেন।
উপদেষ্টা জানান, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদ, অবাধ ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ চলমান রয়েছে। তিনি বলেন, “প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যেকোনো প্রস্তুতি সফল করতে হলে বাহিনীগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি।” জানুয়ারির মধ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ হবে বলেও তিনি উল্লেখ করেন।
এবারের নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা বলেন, “সূর্যাস্তের পরও ভোটগণনা চলবে, তাই প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।”
এ সময় বডি–ওর্ণ ক্যামেরা ক্রয়, মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সরঞ্জাম প্রস্তুত রাখা এবং নিরাপত্তা পরিকল্পনাকে আরও শক্তিশালী করার বিষয়েও তথ্য দেন তিনি।
রংপুরে পুলিশ সদস্যের বাবা–মা হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
জুলাই জাদুঘর সাধারণের জন্য উন্মুক্ত করার আগে নিরাপত্তা নিশ্চিতকরণ প্রক্রিয়া গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন—“আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। জাতীয় পার্টিকে মাঠে নামতে দেয়া হচ্ছে না—এ অভিযোগ সঠিক নয়। দলটির কার্যালয়সংক্রান্ত বিষয়টি তাদের অভ্যন্তরীণ সমস্যা।”
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি প্রমুখ।
