সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

মহাবীর খালিদকে নিয়ে তৈরি হচ্ছে  চলচ্চিত্র ‘আনব্রোকেন সোর্ড’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:৫৮, ৮ ডিসেম্বর ২০২৫

মহাবীর খালিদকে নিয়ে তৈরি হচ্ছে  চলচ্চিত্র ‘আনব্রোকেন সোর্ড’

মহাবীর খালিদকে নিয়ে তৈরি হচ্ছে  চলচ্চিত্র ‘আনব্রোকেন সোর্ড’। ছবি: সংগৃহীত

ইসলামি ইতিহাসের এক সেনাপতি বীর খালিদ বিন ওয়ালিদ—যিনি ‘সাইফুল্লাহ’ নামে পরিচিত—তার বীরত্ব ও নেতৃত্ব এবার উঠে আসছে সিনেমার পর্দা এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব, যেখানে বিশাল বাজেট ও আন্তর্জাতিক মানের আয়োজন নিয়ে নির্মাণ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনব্রোকেন সোর্ড’। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনস, রোম, ডেক্সটার, ওজার্ক ও মার্কো পোলো’র সফল নির্মাতা আলেক সাখারভ। এটাই তার ক্যারিয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, সিনেমার কাহিনির কেন্দ্রবিন্দুতে থাকছে ৬৩৬ খ্রিষ্টাব্দের ঐতিহাসিক ইয়ারমুকের যুদ্ধ, যেখানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে। এই বিজয়ের মধ্য দিয়েই সিরিয়ার মাটিতে মুসলিম শাসনের সূচনা ঘটে—যা মুসলিম বিশ্বের সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়।

২০২৬ সালের শুরুতেই সৌদির নয়ানির্মিত প্লেমেকার স্টুডিওতে শুটিং শুরু হবে। মুক্তির সম্ভাবনা ধরা হয়েছে ২০২৭ সাল। ইতোমধ্যে সিনেমার সেট ডিজাইন, ঐতিহাসিক যুদ্ধের প্রপস, পোশাক, অস্ত্র নির্মাণসহ অন্যান্য প্রস্তুতি জোরেশোরে চলছে।

প্রযোজনায় রয়েছে সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও রিয়াদ সিজনের তত্ত্বাবধান। নির্মাতা প্রতিষ্ঠান সিলা কোম্পানি নিশ্চিত করেছে—চলচ্চিত্রটি শুট হবে ইংরেজি ভাষায়, যেখানে আরব বিশ্বের পাশাপাশি হলিউডের শিল্পীরাও থাকবেন।

সম্প্রতি এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সিনেমার সেট পরিদর্শন ও কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানিয়েছেন—আলেক সাখারভকে দেড় বছর আগে প্রস্তাব দেওয়া হলেও তিনি শুরুতে বিষয়টি পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। কিন্তু খালিদ বিন ওয়ালিদের ওপর লেখা বই, গবেষণা এবং যুদ্ধবিষয়ক ভিডিও দেখার পর তিনি গভীর আগ্রহী হন এবং এরপর থেকেই সৌদিতে অবস্থান করে প্রস্তুতিমূলক কাজে যুক্ত আছেন।

চিত্রনাট্য নির্মাণেও যুক্ত হয়েছেন হলিউডের অভিজ্ঞ লেখকেরা। নির্মাতারা জানাচ্ছেন—ঐতিহাসিক সত্যতা রক্ষায় কোনো আপস করা হবে না। এই বিশাল আয়োজনের প্রি-প্রোডাকশন প্রস্তুতি চলছে এক বছরেরও বেশি সময় ধরে। সূত্র:খালিজ টাইমস

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি