ইরফান সাজ্জাদের বিরুদ্ধে বাচসাসের কঠোর নিন্দা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৫১, ৮ ডিসেম্বর ২০২৫
সাংবাদিকের সঙ্গে অভিনেতা ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। ছবি: সংগৃহীত
সাংবাদিকের সঙ্গে অভিনেতা ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। সংগঠনটির মতে, জনপ্রিয় একটি টিভি অভিনেতার কাছ থেকে এমন আচরণ একেবারেই অনভিপ্রেত এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সরাসরি হস্তক্ষেপ।
ঘটনাটি ঘটে গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের শুটিং স্পটে। সেখানে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের সাংবাদিক ও বাচসাসের কার্যনির্বাহী সদস্য মহিব আল হাসান। অভিযোগ, কথোপকথনের এক পর্যায়ে ইরফান সাজ্জাদ তার সঙ্গে অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণ করেন। ঘটনাস্থলে থাকা অন্যান্য সাংবাদিকরা অভিনেতার এই হঠাৎ উত্তেজিত প্রতিক্রিয়ায় বিস্মিত হন।
এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছে বাচসাস। সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক যৌথ বিবৃতিতে বলেন—“ইরফান সাজ্জাদের ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক ও অরুচিকর মন্তব্য একজন শিল্পীর কাছ থেকে প্রত্যাশিত নয়। এটি স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের শামিল এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
তারা আরও বলেন, কোনো সংবাদ প্রতিবেদনে অসন্তুষ্ট হলে গণমাধ্যমের নীতি অনুযায়ী প্রতিবাদ বা ব্যাখ্যা দেওয়ার যথাযথ প্রক্রিয়া রয়েছে। কিন্তু তা অনুসরণ না করে সাংবাদিকের সঙ্গে সরাসরি আক্রমণাত্মক আচরণ কখনোই সমর্থনযোগ্য নয়। বাচসাস এ ঘটনার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সমালোচনার মুখে রুবাবাকে নিয়ে করা একটি পোস্টও ডিলিট করতে বাধ্য হয়েছেন ইরফান সাজ্জাদ—যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
