পাকিস্তানকে অসম্মান করা লক্ষ্য: ‘ধুরন্ধর’ নিয়ে বিধবা নোরিনের আপত্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৪৫, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫২, ৮ ডিসেম্বর ২০২৫
‘ধুরন্ধর’–এ সন্ত্রাসবিরোধী লড়াই এবং ভারত–পাকিস্তান সম্পর্কের জটিলতাও উঠে এসেছে নানা দৃশ্যে। ছবি: সংগৃহীত
আদিত্য ধরের পরিচালনায় বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’ একদিকে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে, অন্যদিকে জড়িয়ে পড়েছে নতুন বিতর্কে। ছবিতে সঞ্জয় দত্তকে দেখা গেছে পাকিস্তানের প্রখ্যাত পুলিশ অফিসার চৌধরি আসলাম খান–এর চরিত্রে। বাস্তব জীবনে ২০১৪ সালে হত্যাকাণ্ডে নিহত হন এই বহুল পরিচিত কর্মকর্তা। এবার তার বিধবা স্ত্রী নোরিন সরাসরি আপত্তি তুললেন ছবির উপস্থাপনাকে ঘিরে।
সম্প্রতি পাকিস্তানের একটি পডকাস্টে নোরিন বলেন, তার স্বামী ছিলেন সঞ্জয় দত্তের বড় ভক্ত। ‘খলনায়ক’ ছবি দেখার পর থেকেই তিনি সঞ্জয়ের অভিনয়ের প্রশংসা করতেন। তাই প্রথমে নোরিন নিশ্চিত ছিলেন—স্বামীর চরিত্রটি মর্যাদা নিয়েই ফুটে উঠবে বড় পর্দায়। কিন্তু ছবির ঝলক দেখার পরই ভেঙে যায় তার সেই প্রত্যাশা।
ঝলকে দেখা যায়, আসলাম খানকে তুলনা করা হয়েছে ‘শয়তান’ বা ‘জিন’–এর সঙ্গে। আর এখানেই নোরিনের তীব্র আপত্তি। তিনি বলেন,“আমাদের সমাজে এই শব্দগুলি অত্যন্ত অসম্মানজনক। শুধু আসলামের জন্যই নয়, তাঁর পরিবারের প্রতিও অপমান।”
তিনি বলেন, আসলামের মা ছিলেন একেবারে সাধারণ, সৎ আর ধর্মভীরু মহিলা—এমন শব্দ প্রয়োগ তাঁদের মর্যাদাহানিকর।
এখনও ছবিটি পুরোটা দেখেননি নোরিন। তবে তার আশঙ্কা, যদি ছবিতে আসলাম চরিত্রকে ইচ্ছাকৃতভাবে নেতিবাচকভাবে দেখানো হয়ে থাকে, পাকিস্তানকে হেয় করার প্রচেষ্টা থাকে, তবে তিনি আইনি ব্যবস্থা নিতেও পিছপা হবেন না।
নোরিনের অভিযোগ, ভারতীয় পরিচালকরা বারবার পাকিস্তানকে অসম্মান করার বিষয়টিকেই কেন্দ্র করে গল্প তৈরি করেন। তিনি বলেন,“খুব অদ্ভুত লাগে—ভারতীয় পরিচালকেরা পাকিস্তানকে ছোট করা ছাড়া আর কোনও বিষয় খুঁজে পান না!”
‘ধুরন্ধর’–এ সন্ত্রাসবিরোধী লড়াই এবং ভারত–পাকিস্তান সম্পর্কের জটিলতাও উঠে এসেছে নানা দৃশ্যে। সঞ্জয় দত্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রণবীর সিংহ, অক্ষয় খন্না, অর্জুন রামপাল, আর. মাধবন এবং সারা অর্জুন।
ছবি যতই ব্যবসায়িক সাফল্য পাক না কেন—নোরিনের এই অভিযোগ ছবির চারদিকে নতুন বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে।
