সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

পাকিস্তানকে অসম্মান করা লক্ষ্য: ‘ধুরন্ধর’ নিয়ে বিধবা নোরিনের আপত্তি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৪৫, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫২, ৮ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানকে অসম্মান করা লক্ষ্য: ‘ধুরন্ধর’ নিয়ে বিধবা নোরিনের আপত্তি

‘ধুরন্ধর’–এ সন্ত্রাসবিরোধী লড়াই এবং ভারত–পাকিস্তান সম্পর্কের জটিলতাও উঠে এসেছে নানা দৃশ্যে। ছবি: সংগৃহীত

আদিত্য ধরের পরিচালনায় বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’ একদিকে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে, অন্যদিকে জড়িয়ে পড়েছে নতুন বিতর্কে। ছবিতে সঞ্জয় দত্তকে দেখা গেছে পাকিস্তানের প্রখ্যাত পুলিশ অফিসার চৌধরি আসলাম খান–এর চরিত্রে। বাস্তব জীবনে ২০১৪ সালে হত্যাকাণ্ডে নিহত হন এই বহুল পরিচিত কর্মকর্তা। এবার তার বিধবা স্ত্রী নোরিন সরাসরি আপত্তি তুললেন ছবির উপস্থাপনাকে ঘিরে।

সম্প্রতি পাকিস্তানের একটি পডকাস্টে নোরিন বলেন, তার স্বামী ছিলেন সঞ্জয় দত্তের বড় ভক্ত। ‘খলনায়ক’ ছবি দেখার পর থেকেই তিনি সঞ্জয়ের অভিনয়ের প্রশংসা করতেন। তাই প্রথমে নোরিন নিশ্চিত ছিলেন—স্বামীর চরিত্রটি মর্যাদা নিয়েই ফুটে উঠবে বড় পর্দায়। কিন্তু ছবির ঝলক দেখার পরই ভেঙে যায় তার সেই প্রত্যাশা।

ঝলকে দেখা যায়, আসলাম খানকে তুলনা করা হয়েছে ‘শয়তান’ বা ‘জিন’–এর সঙ্গে। আর এখানেই নোরিনের তীব্র আপত্তি। তিনি বলেন,“আমাদের সমাজে এই শব্দগুলি অত্যন্ত অসম্মানজনক। শুধু আসলামের জন্যই নয়, তাঁর পরিবারের প্রতিও অপমান।”

তিনি বলেন, আসলামের মা ছিলেন একেবারে সাধারণ, সৎ আর ধর্মভীরু মহিলা—এমন শব্দ প্রয়োগ তাঁদের মর্যাদাহানিকর।

এখনও ছবিটি পুরোটা দেখেননি নোরিন। তবে তার আশঙ্কা, যদি ছবিতে আসলাম চরিত্রকে ইচ্ছাকৃতভাবে নেতিবাচকভাবে দেখানো হয়ে থাকে, পাকিস্তানকে হেয় করার প্রচেষ্টা থাকে, তবে তিনি আইনি ব্যবস্থা নিতেও পিছপা হবেন না।

নোরিনের অভিযোগ, ভারতীয় পরিচালকরা বারবার পাকিস্তানকে অসম্মান করার বিষয়টিকেই কেন্দ্র করে গল্প তৈরি করেন। তিনি বলেন,“খুব অদ্ভুত লাগে—ভারতীয় পরিচালকেরা পাকিস্তানকে ছোট করা ছাড়া আর কোনও বিষয় খুঁজে পান না!”

‘ধুরন্ধর’–এ সন্ত্রাসবিরোধী লড়াই এবং ভারত–পাকিস্তান সম্পর্কের জটিলতাও উঠে এসেছে নানা দৃশ্যে। সঞ্জয় দত্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রণবীর সিংহ, অক্ষয় খন্না, অর্জুন রামপাল, আর. মাধবন এবং সারা অর্জুন।

ছবি যতই ব্যবসায়িক সাফল্য পাক না কেন—নোরিনের এই অভিযোগ ছবির চারদিকে নতুন বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান