নতুন জোট ‘এনডিএফ’র নাম পরিবর্তনের আহ্বান এনডিএফের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৬, ৮ ডিসেম্বর ২০২৫
নতুন জোট ‘এনডিএফ’র নাম পরিবর্তনের আহ্বান এনডিএফের। ছবি: সংগৃহীত
দুই জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের’ (এনডিএফ) নামের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দল এনডিএফ।
এনডিএফ তাদের নামে আরেকটি জোটের নামকরণকে ‘রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত’ উল্লেখ করে এই নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এনডিএফ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এই আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, “শাসক রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতায় যাওয়ার তৎপরতা ছাড়া কখনই শ্রমিক-কৃষক-জনগণের স্বার্থে ভূমিকা পালন করে নাই। শ্রমিক-কৃষক-জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ১৯৮৮ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ গঠিত হয়। যার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডা. এম এ করিম ও সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত শ্রমিকনেতা প্রতাপ উদ্দিন আহম্মেদ। প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। জাতীয় ও জনস্বার্থে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অথচ আজ ৮ ডিসেম্বর, সোমবার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নামে নতুন একটি জোটের ঘোষণা দেয়া হয়।”
বিবৃতিতে তারা আরও বলেন, “জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপার একাংশ) ও আনোয়ার হোসেন মঞ্জু’র (জেপি) নেতৃত্বে ২০৮টি দল নিয়ে এই জোট গঠনের খবর দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে। হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নতুন জোটের ঘোষণা দেয়া এদেশের সাম্রাজ্যবাদ বিরোধী দেশ প্রেমিক গণতান্ত্রিক শক্তির লড়াইকে দুর্বল ও জনগণের ভিতর বিভ্রান্তি সৃষ্টি অপপ্রয়াস ছাড়া কিছু না। বিভিন্ন পত্রিকায় নতুন জোট নিয়ে জোটের নেতারা যে বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন তা নৈতিক ও রাজনৈতিক সৌজন্যতাকে চরমভাবে অবদলিত করে।”
