সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

নতুন জোট ‘এনডিএফ’র নাম পরিবর্তনের আহ্বান এনডিএফের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৬, ৮ ডিসেম্বর ২০২৫

নতুন জোট ‘এনডিএফ’র নাম পরিবর্তনের আহ্বান এনডিএফের

নতুন জোট ‘এনডিএফ’র নাম পরিবর্তনের আহ্বান এনডিএফের। ছবি: সংগৃহীত

দুই জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের’ (এনডিএফ) নামের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দল এনডিএফ। 

এনডিএফ তাদের নামে আরেকটি জোটের নামকরণকে ‘রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত’ উল্লেখ করে এই নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এনডিএফ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এই আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, “শাসক রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতায় যাওয়ার তৎপরতা ছাড়া কখনই শ্রমিক-কৃষক-জনগণের স্বার্থে ভূমিকা পালন করে নাই। শ্রমিক-কৃষক-জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ১৯৮৮ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ গঠিত হয়। যার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডা. এম এ করিম ও সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত শ্রমিকনেতা প্রতাপ উদ্দিন আহম্মেদ। প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। জাতীয় ও জনস্বার্থে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অথচ আজ ৮ ডিসেম্বর, সোমবার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নামে নতুন একটি জোটের ঘোষণা দেয়া হয়।”

বিবৃতিতে তারা আরও বলেন, “জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপার একাংশ) ও আনোয়ার হোসেন মঞ্জু’র (জেপি) নেতৃত্বে ২০৮টি দল নিয়ে এই জোট গঠনের খবর দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে। হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নতুন জোটের ঘোষণা দেয়া এদেশের সাম্রাজ্যবাদ বিরোধী দেশ প্রেমিক গণতান্ত্রিক শক্তির লড়াইকে দুর্বল ও জনগণের ভিতর বিভ্রান্তি সৃষ্টি অপপ্রয়াস ছাড়া কিছু না। বিভিন্ন পত্রিকায় নতুন জোট নিয়ে জোটের নেতারা যে বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন তা নৈতিক ও রাজনৈতিক সৌজন্যতাকে চরমভাবে অবদলিত করে।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা