মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা ও কয়েকটি প্রশ্ন
প্রকাশ: ১৮:১৮, ৮ ডিসেম্বর ২০২৫
ইমতিয়াজ মাহমুদ
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যা করা হয়েছে। রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে কয়েকটি কবরের বাঁশের বেড়ায় আগুন... দেওয়া হয়েছে। কারা এই ধরনের কাজ করতে পারে সেরকম একটা ধারণা আপনারও আছে, আমারও আছে। আমি এইসব কাজকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, অনুমান করি আপনিও সেরকম মনে করেন না। দেশকে এই অবস্থায় টেনে নামানোর জন্যে দায় কেবল ওইসব তস্করদের নয়, যারা এইসব কাজ করেছে। দায় আরও অনেকেরই আছে। জেনেশুনে আপনারা দেশের এই ক্ষতিটা করেছেন।
আজ আমি সেইসব ‘দৃশ্যত বামপন্থি পেটে পেটে ভিন্ন’ বন্ধুদের কাছে একটা জিজ্ঞাসা রাখি। আপনারা যখন কোটা আন্দোলনের একপর্যায়ে ‘আমি কে তুমি কে’ শ্লোগানটিকে জাস্টিফাই করছিলেন, আপনারা কি তখন জানতেন না যে আপনারা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের পরাজিত যে শক্তিটি-ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তিটির হাত শক্তিশালী করছেন? আপনারা কি আসলেই বুঝতে পারেননি যে আপনারা দেশটিকে কোথায় টেনে নামাচ্ছেন? আমার ধারণা, আপনারা জেনেবুঝেই এই কাজটা করেছেন। কেননা আপনারা তো বুদ্ধিমান।
নিজের ভুলটা চিহ্নিত করেন, প্রকাশ্যে বলেন। নইলে ইতিহাসে এই ভূমিকাটির জন্য আপনারা অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। মেহেরবানি করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কী করেছে সেই অজুহাত দেবেন না। আওয়ামী লীগ তার কৃতকর্মের মূল্য পরিশোধ করেছে। আপনি আপনার কৃতকর্মের দায়ে কী মূল্য পরিশোধ করবেন সেটা ভাবুন।
লেখক: আইনজীবী
* মতামত লেখকের নিজস্ব
