সাফল্যের পারমাণবিক মডেল অর্থনীতিতে এবার প্রয়োজন
১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান যা করেছিল, তা পৃথিবীর কেউই কল্পনা করেনি। চাগাইয়ের বন্ধুর পাহাড়ে আমরা প্রবেশ করেছিলাম বিশ্বের অভিজাত পারমাণবিক ক্লাবের সদস্যপদে। এটি শুধু বৈজ্ঞানিক বিজয় ছিল না, বরং ছিল ইচ্ছাশক্তি, শৃঙ্খলা ও জাতীয় উদ্দেশ্যের এক অদম্য জয়ের প্রতীক।