হায়দরাবাদে রাস্তার নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’! বিজেপির বিরোধীতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:০৫, ৮ ডিসেম্বর ২০২৫
হায়দরাবাদে রাস্তার নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’! ছবি: সংগৃহীত
ভারতের তেলঙ্গানার কংগ্রেস সরকার হায়দরাবাদের রাস্তার নাম বদলে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার পরিকল্পনা করছে। মার্কিন কনস্যুলেট জেনারেল ভবনের সামনেই অবস্থিত ওই রাস্তার নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
সরকারি সূত্রে জানা যায়, খুব শিগগিরই এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে তেলঙ্গানা সরকার। দুই পক্ষের অনুমোদন মিললেই রাস্তাটির নতুন নামকরণ কার্যকর হবে।
আগামী কয়েক দিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে ‘তেলঙ্গানা রাইসিং গ্লোবাল সামিট’। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চের নজর কাড়তেই এমন দৃষ্টিনন্দন পদক্ষেপ নিচ্ছে রেবন্ত রেড্ডির সরকার।
এর আগেই দিল্লিতে ইউএস-ইন্ডিয়া সম্মেলনে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রস্তাব দিয়েছিলেন— হায়দরাবাদের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামে করা হোক।
তেলঙ্গানা সরকার শুধু ট্রাম্প নন, আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক সংস্থার সম্মানে রাস্তার নাম বদলের চিন্তা করছে। যেমন—রাভিরিয়ালার গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোডের নাম রতন টাটার নামে হওয়া প্রায় চূড়ান্ত।রাভিরিয়ালা ইন্টারচেঞ্জের নাম ইতিমধ্যেই ‘টাটা ইন্টারচেঞ্জ’।
কয়েকটি সড়কের নাম হতে পারে ‘গুগল স্ট্রিট’, ‘মাইক্রোসফট রোড’, ‘উইপ্রো জংশন’— তথ্যপ্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান জানাতে এমন সিদ্ধান্তের ভাবনা চলছে।
তবে কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তে বিস্তর আপত্তি জানিয়েছে বিজেপি।কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার কটাক্ষ করে বলেন—“রাস্তার নাম বদলানোর এতই ইচ্ছা হলে আগে হায়দরাবাদের নাম ফের ভাগ্যনগর করে দেখাক!”
তার অভিযোগ, কংগ্রেস সরকার ‘ট্রেন্ড’ অনুসরণ করে ইচ্ছামতো নাম বদলাচ্ছে; ইতিহাস বা ঐতিহ্য বিবেচনা করছে না।
তেলঙ্গানা সরকারের দাবি,আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও বৈশ্বিক প্রতিষ্ঠানের নামে রাস্তার নামকরণ হায়দরাবাদকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করে তুলবে। এটি বিনিয়োগ, পর্যটন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে সহায়ক হবে। বিতর্ক যাই থাকুক, এখন নজর সেই চিঠির দিকে— ভারত ও মার্কিন অনুমোদন মিললেই হায়দরাবাদ পেতে পারে এক নতুন ঠিকানা: ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’।
