১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:২৪, ৮ ডিসেম্বর ২০২৫
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। গ্রাফিক্স : সমাজকাল
মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশের সংস্কৃতিচর্চায় যুক্ত হলো এক অনন্য উদ্যোগ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে—বাংলাদেশের সব ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অমর ও কালজয়ী গান। বিজয়ের মাহাত্ম্য তরুণ প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দিতে এ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের দিনগুলোয় জাতিকে প্রেরণা জুগিয়েছিল যে গানগুলো, সেগুলো এবার নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে আবারও বেজে উঠবে দেশের প্রতিটি জেলায়। এতে অংশ নিতে পারবেন সাধারণ মানুষও—সব আয়োজন উন্মুক্ত রাখা হচ্ছে দর্শক-শ্রোতাদের জন্য।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুধু সংগীত নয়, এগুলো ছিল যুদ্ধের দিনগুলোর মনোবল ও সাহসের উৎস। তাই বিজয় দিবসকে সামনে রেখে এই উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ঐতিহাসিক চেতনা ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
১৬ ডিসেম্বর—বাংলাদেশের বিজয়ের দিন। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকা ও সার্বভৌমত্বের স্মরণে এবার সারা দেশে একযোগে ধ্বনিত হবে ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘ও আমার দেশের মাটি’সহ অগণিত কালজয়ী গান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মাত্রার এই আয়োজনকে কেন্দ্র করে প্রতিটি জেলায় স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন দেশপ্রেমের উজ্জীবনী গান; পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে থাকছে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভাও।
