পাকা চুল কমাতে ও ঘনত্ব বাড়াতে নারকেল তেল–পেঁয়াজ রসের জাদু
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ১৭:০২, ৮ ডিসেম্বর ২০২৫
শীত এলে চুল সবচেয়ে বেশি রুক্ষ, নিষ্প্রাণ ও খসখসে হয়ে ওঠে। মাথার ত্বকে আর্দ্রতা কমে গিয়ে খুশকি দেখা দেয়, সেই সঙ্গে বাড়ে চুল পড়া। বিয়েবাড়ি, অনুষ্ঠান, পার্টির মরসুমে সুন্দর চুল নিয়ে সাজতে চাইলে শুধুই শ্যাম্পু বা সিরামের ভরসায় থাকা যথেষ্ট নয়। বাহ্যিক জেল্লা সাময়িক, কিন্তু চুলকে ভিতর থেকে মজবুত করতে প্রয়োজন সঠিক পুষ্টি। আর সেই পুষ্টি মিলবে ঘরেই থাকা মাত্র দু’টি উপাদান দিয়ে—নারকেল তেল ও পেঁয়াজের রস।
নারকেল তেলে রয়েছে ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, লরিক অ্যাসিড, ভিটামিন–ই এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা চুলের গোড়া পুষ্ট করে মাথার ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে। অন্যদিকে, পেঁয়াজের রসে থাকা সালফার চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সহায়ক। এর অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান চুলের গোড়ায় জমে থাকা হাইড্রোজেন পার-অক্সাইড ভেঙে দেয়, ফলে অকাল পাকা চুল নিয়ন্ত্রণে থাকে।
১) নারকেল তেল–পেঁয়াজ রসের সিদ্ধ তেল
দুই চামচ নারকেল তেলে দুই চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন। মিশ্রণটি ৫ মিনিট ফোটান কম আঁচে। ঠান্ডা হলে কাচের শিশিতে ভরে রাখুন—৩ সপ্তাহ ভালো থাকে।স্নানের আগে ৪৫ মিনিট মাথায় মালিশ করুন। রাতে মেখে রেখে সকালে শ্যাম্পু করলে ফল আরও ভালো। সপ্তাহে ৩–৪ দিন ব্যবহার করলে চুল নরম হবে, পাকা চুল কমবে, ঘনত্ব বাড়বে।
২) পেঁয়াজ রস–নারকেল তেল ও এসেনশিয়াল অয়েল প্যাক
৭–৮টি পেঁয়াজ ব্লেন্ড করে ছেঁকে রস বের করুন। রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা রোজমেরি এসেনশিয়াল অয়েল দিন। নিয়মিত ব্যবহার করলে চুল পড়া, খুশকি ও দুর্বল গোড়া শক্তিশালী হবে।
৩) নারকেল তেল–পেঁয়াজ রস–মেথি ট্রিটমেন্ট
একটি বাটিতে নারকেল তেল হালকা গরম করুন। তেল উষ্ণ হলে তাতে পেঁয়াজের রস ও এক চামচ মেথি গুঁড়ো মেশান। ঠান্ডা হলে মাথার ত্বকে মালিশ করে ১ ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলুন। চাইলে সারা রাত রেখে পরদিন শ্যাম্পু করতে পারেন। রুক্ষ চুল মসৃণ হবে, ভাঙা চুল কমবে এবং নতুন চুল গজানো ত্বরান্বিত হবে।
