হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নতুন এসপির মতবিনিময়
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৭, ৮ ডিসেম্বর ২০২৫
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার (এসপি) ইয়াসমিন খাতুন। ছবি: সমাজকাল
হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) ইয়াসমিন খাতুন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভায় আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী ও ডিআইও ওয়ান মাহবুবুর রাহমান।
পুলিশ সুপার ইয়াছমিন খাতুন সবার সহযোগিতায় আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, সাংবাদিক সৈয়দ এখলাছুর রহমান খোকন, আব্দুল হালীম, ফয়সল চৌধুরী, শ্রীকান্ত গোপ, মোহাম্মদ নুর উদ্দিন, শরীফ চৌধুরী, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, তারেক আহমেদ প্রমুখ।
