ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৪, ৮ ডিসেম্বর ২০২৫
ঘটনাস্থলে পাওয়া চিরকুট। ছবি: সমাজকাল
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রী আয়েশা সিদ্দীকার (১৯) রহস্যজনক মৃত্যু হয়েছে। তার ঝুলন্ত মরদেহের কাছে আত্মহত্যা স্বীকারোক্তির চিরকুট পাওয়া গেলেও পরিবারের অভিযোগ, ওই তরুণীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আয়েশা উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১নং ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়ির প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লিয়াকত আলীর বসতঘর থেকে আয়েশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আয়েশা ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থলে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘আমাকে মাফ করে দিয়েন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো’।
দুই বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সাথে। তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান।
তবে এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা বলে সন্দেহ প্রকাশ করেছেন আয়েশার বাবা প্রবাসী ফারুক। তার অভিযোগ, ‘দাম্পত্য কলহের জেরে আমার মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই’।
ফটিকছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মুষ্টিবদ্ধ হাত, জিহ্বা বের হয়ে থাকা, গলায় রশির দাগ আত্মহত্যার লক্ষণ মনে হচ্ছে। অধিকতর তদন্তের পর বিস্তারিত জানা যাবে’।
