চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪:০৭, ৮ ডিসেম্বর ২০২৫
গ্রেপ্তার হওয়া মো. লোকমান হাকিম। ছবি: সমাজকাল
চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানায় ধর্ষণ মামলা হওয়ার ৭২ ঘন্টার মধ্যে এজাহারভুক্ত একমাত্র আসামি মো. লোকমান হাকিমকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বাকলিয়া থানার নতুন ব্রিজ বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তারের পর তাকে চান্দগাঁও থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) রাত আটটার দিকে গ্রেপ্তার হওয়া লোকমান (৩২) কর্ণফুলী থানার চরপাথর ঘাটা আজিমপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী নারী একজন টেইলার্স কর্মী। কিছুদিন আগে প্রবাসী লোকমান হাকিমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০ নভেম্বর লোকমান দেশে আসেন এবং ২৪ নভেম্বর ভিকটিমকে পর্যটননগরী কক্সবাজারে নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করেন। ভিকটিম তাকে বিয়ের চাপ দিলে লোকমান তাকে কোর্ট ম্যারেজের কথা বলে ৩ ডিসেম্বর মহানগরীর চান্দগাঁও থানার একটি আবাসিক হোটেলে নিয়ে ফের শারীরিক সম্পর্ক করেন। এ সময় ধর্ষণের দৃশ্য সুকৌশলে নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন লোকমান।
পরে লোকমান তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিকটিমের ইমো নম্বরে গোপনে ধারণকৃত ভিডিও পাঠিয়ে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
ওই ঘটনায় মো. লোকমান হাকিমের বিরুদ্ধে ৫ ডিসেম্বর চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন ভিকটিম।
র্যাব-৭ জানায়, মামলার পর পরই লোকমানকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে তারা। একর্পযায়ে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে গ্রেপ্তারে সমর্থ হয়।
