ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে এষা দেওলের খোলা চিঠি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৩৭, ৮ ডিসেম্বর ২০২৫
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই এল তার ৯০তম জন্মদিন। এই দিনে বাবাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় এক খোলা চিঠি লিখলেন তার কন্যা এষা দেওল। স্মৃতিভরা কয়েকটি ছবি শেয়ার করে এষা জানালেন—বাবার সঙ্গে তার বন্ধন কখনও বিচ্ছিন্ন হওয়ার নয়; মৃত্যু সেই সম্পর্ককে শেষ করতে পারে না।
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই বার্তায় এষা লেখেন, “আমার বাবার জন্য। আমাদের চুক্তি আর বন্ধন সবচেয়ে শক্তিশালী। স্বর্গ হোক বা পৃথিবী—আমরা সব জায়গায় একসঙ্গেই আছি। আপাতত তোমাকে খুব যত্নে নিজের হৃদয়ে লুকিয়ে রাখলাম, এই জীবনটা বয়ে নিয়ে চলার জন্য।”
তিনি স্মরণ করেন বাবার দেওয়া অমূল্য শিক্ষা—জীবনবোধ, সাহস, মর্যাদা, উষ্ণতা আর নিঃশর্ত ভালোবাসা। এষা বলেন, “তোমার সেই জড়িয়ে ধরা ছিল সবচেয়ে আরামদায়ক কম্বলের মতো। তোমার হাত ধরলে শব্দ ছাড়াই হাজারটা কথা বুঝে যেতাম। একজন বাবা হিসেবে তুমি আমাকে যা দিয়েছ তার তুলনা নেই।”
চিঠির শেষে বাবার আদর্শকে নিজের জীবনের পাথেয় করার অঙ্গীকারও করেন তিনি।
“তোমার মন্ত্র— ‘সব সময় বিনয়ী থেকো, সুখী থেকো, সুস্থ আর শক্ত থেকো’— আমি গর্ব ও সম্মানের সঙ্গে বহন করব। কথা দিচ্ছি, তোমার ভালোবাসা ছড়িয়ে দেব লক্ষ লক্ষ মানুষের কাছে, যারা তোমাকে আমার মতোই ভালোবাসে।”
চিঠির শেষে নিজের পরিচয় লেখেন—“তোমার এষা, তোমার বিট্টু।”
গত ২৪ নভেম্বর মুম্বাইয়ের জুহুতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। মাসের শুরুর দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত আর সেরে ওঠেননি বর্ষীয়ান এই তারকা। তার শেষকৃত্য সম্পন্ন হয় পবন হংস শ্মশানে, যেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, গোবিন্দসহ বলিউডের বহু তারকা। কিংবদন্তির প্রয়াণে এখনও শোকস্তব্ধ পুরো চলচ্চিত্র জগৎ।
