গোপনে শেষ হলো ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর শুটিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:০২, ৬ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে চমক দিয়ে গোপনে শেষ হলো রুবাইয়াত হোসেন পরিচালিত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর শুটিং। একই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন দেশের তিন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী—আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। দীর্ঘ গোপনীয়তার মধ্যেই শুটিং সম্পন্ন হলেও এখন চলছে পোস্ট–প্রোডাকশনের ব্যস্ততা।
আগামী ১৩ ডিসেম্বর ফ্রান্সে শুরু হচ্ছে লেজ আকস ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবের ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে বাংলাদেশ থেকে একমাত্র অংশ নিচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নির্মাতা জানিয়েছেন, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বড় বড় বিপণন প্রতিষ্ঠান ও প্রযোজকরা ছবির কাজ মূল্যায়ন করেন, যা ভবিষ্যতে বৈশ্বিক প্রদর্শনের পথ খুলে দিতে পারে।
ছবিটি তৈরি হচ্ছে পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। ইতোমধ্যে জার্মান ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগিজ ফিল্ম ইনস্টিটিউট ও ইউইমেজেস–সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ছবিটিকে অনুদান দিয়েছে। বিশাল বাজেটের এই প্রজেক্টে বড় অংশ ব্যয় হবে পোস্ট–প্রোডাকশনে, বিশেষ করে ভিডিও ইফেক্টসের কাজে—যা সম্পন্ন হবে লিসবনে।
পরিচালক রুবাইয়াত হোসেন জানান, তিনি এই গল্পে কাজ করার জন্য অপেক্ষা করেছেন ২১ বছর। বিয়ে, মেকআপ ও বিউটি পারলারকে ঘিরে তৈরি এই নারীকেন্দ্রিক গল্পে রয়েছে সামাজিক বার্তার পাশাপাশি হরর–ধারার অনুষঙ্গ—যা নির্মাতার কেরিয়ারে প্রথম।
পরিচালকের ভাষায়, “আমি নারী হয়ে সবসময় নারীর গল্প বলতে চেয়েছি। চারপাশের বাস্তবতা থেকেই গল্পের জন্ম হয়। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এমনই এক অভিজ্ঞতার ফল।”
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ জাইনীন করিম—যিনি সহকারী পরিচালক থেকে এবার বড় পর্দায় অভিষেক করছেন। অভিনয়ে নতুন হলেও চরিত্রে তাঁর অসাধারণ উপস্থিতি নির্মাতাকে মুগ্ধ করেছে।
অন্যদিকে বাঁধন, সুনেরাহ ও শিমু এখনই চরিত্র নিয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি নন। তাঁরা জানিয়েছেন, নির্মাতার অনুমতি পেলেই কথা বলবেন।
ছবিটির পোস্ট–প্রোডাকশনের এরপর আন্তর্জাতিক উৎসব ভ্রমণ শেষ না হওয়া পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে। তবে লেজ আকসে প্রদর্শন ছবিটির আন্তর্জাতিক পথচলায় বড় অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
