ইনস্টাগ্রামে বিয়ের খবর দিলেন স্মৃতি মান্ধানা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:১৫, ৮ ডিসেম্বর ২০২৫
ভারতীয় ক্রিকেটভক্তদের নজর এখন শুধুই স্মৃতি মান্ধানার ইনস্টাগ্রাম পোস্টে। কয়েক সপ্তাহ ধরে ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা রকম গুঞ্জন, অনুমান এবং সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক আলোচনা অবসান করতেই অবশেষে মুখ খুললেন তিনি। অত্যন্ত ব্যক্তিগত জীবনযাপন করতে পছন্দ করলেও পরিস্থিতির চাপে এবার তিনি প্রকাশ্যে জানান—“বিয়ে বাতিল হয়েছে।”
স্মৃতি তার পোস্টে লেখেন, এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখা এবং পরিবারকে মানসিক চাপমুক্ত রাখা সবচেয়ে জরুরি। তাই ভক্ত ও গণমাধ্যমকে অনুরোধ করেছেন—দুই পরিবারকে নিয়ে যেন কোনও অনুমান, বিতর্ক বা নেতিবাচক মন্তব্য না করা হয়। তিনি স্পষ্ট করে জানান, “এখন এগিয়ে যাওয়ার সময়।” দেশের জার্সি গায়ে মাঠে নামাই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বলেও মন্তব্য করেন এই ওপেনার ব্যাটার।
২৩ নভেম্বর স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। হাসপাতালে ভর্তি করতে হওয়ায় পরিবার অসহায় হয়ে পড়ে। পরদিন অসুস্থ হয়ে পড়েন পলাশ মুচ্ছলও। দুই পরিবারই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং আলোচনার মাধ্যমে বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়।
এরপরই নেটমাধ্যমে শুরু হয় নানা জল্পনা—‘সম্পর্ক ভেঙে গেছে’, ‘বিয়ে হচ্ছে না’, ‘বিয়ে বাতিল’—এমন অসংখ্য গুজব ছড়িয়ে পড়ে। পলাশের বোন পলক মুচ্ছল এক পর্যায়ে অনুরোধ করেন যেন অসত্য গল্প বানানো না হয় এবং দুই পরিবারকে সময় দেওয়া হয়।
পলাশ মুচ্ছলও আলাদা পোস্টে জানিয়েছেন—জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং যেন কোনও ভুল তথ্য প্রচার না করা হয়।
স্মৃতির এই খোলামেলা ব্যাখ্যার পর ভক্তরা যেখানে একদিকে হতাশ, অন্যদিকে ক্রিকেটারটির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সমর্থনও প্রকাশ করছেন।
