লটারিতে আরএমপির ১২ থানার ওসি রদবদল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৬:০১, ৮ ডিসেম্বর ২০২৫
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। লটারিতে ওই ১২ থানায় পদায়ন পান নতুন ওসিরা।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আরএমপি’র কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের নির্দেশ দেওয়া হয়।অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
আদেশে বদলিকৃত ওসিদের মধ্যে আবুল কালাম আজাদকে বোয়ালিয়া মডেল থানা থেকে মতিহার থানায়, দামকুড়া থানার রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানায়, চন্দ্রিমা থানার মো. আরজুনকে বেলপুকুর থানায়, মতিহার থানার আব্দুল মালেককে রাজপাড়া থানায় ও কাটাখালী থানার আব্দুল মতিনকে পবা থানায় পদায়ন করা হয়েছে।
এছাড়া বেলপুকুর থানার সুমন কাদেরীকে কাটাখালি থানায়, শাহমখদুম থানার মাসুমা মুস্তারিকে এয়ারপোর্ট থানায়, এয়ারপোর্ট থানার ফারুক হোসেনকে শাহ মখদুম থানায়, পবা থানার ফরহাদ আলীকে কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গা থানার আজিজুল বারী ইবনে জলিলকে দামকুড়া থানায়, কর্ণহার থানার মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানায় ও রাজপাড়া থানার হাবিবুর রহমানকে কর্ণহার থানায় বদলি করা হয়েছে।
আরারএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করতে এ রদবদল করা হয়েছে।
