ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩৩, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৮, ৮ ডিসেম্বর ২০২৫
অনুষ্ঠানে সাত শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। ছবি: সমাজকাল
ঠাকুরগাঁওয়ে সাত শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার রুহিয়া থানার বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়।
অনুষ্ঠানে ছিলেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক ও সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নূর চৌধুরী, রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন।
অ্যাডভোকেট জুয়েল বলেন, দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁও হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এ অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। শীতপ্রবাহ থেকে বাঁচাতে অসহায় ও দরিদ্র শীতার্তদের কম্বল দিলেন তিনি।
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তার এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান অ্যাডভোকেট জুয়েল।
