নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত: পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১২, ৮ ডিসেম্বর ২০২৫
জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশন (সিইসি)সহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এসময় মিয়া গোলাম পরওয়ার জানান, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ জামায়াতের।
সকাল সাড়ে ১১টায় নির্বাচন ভবনে সিইসিসহ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল। এর আগে গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা সিইসির সাথে বৈঠক করে।
