বিয়ে নিয়ে খুললেন অভিনেত্রী কেয়া পায়েল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৫০, ৮ ডিসেম্বর ২০২৫
কেয়া পায়েল। ছবি: অভিনেত্রীর ফেসবুক প্রোফাইল।
অভিনয়, উপস্থাপনা ও ব্যবসা—তিন ক্ষেত্রেই এখন সমান ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। একের পর এক নতুন প্রকল্পে যুক্ত হওয়ায় নিয়মিতই খবরের শিরোনামে আসছেন তিনি। তবে তার কাজের মতোই ভক্তরা কেয়াকে নিয়ে আরও কৌতূহলী তার ব্যক্তিগত জীবন নিয়ে। সবার মনে একটাই প্রশ্ন—কখন বিয়ে করছেন কেয়া পায়েল?
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেন কেয়া পায়েল। সেখানে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন। কেয়া বলেন,‘বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।’
তিনি আরও জানান, একজন নারীর নিজের মতো করে বেড়ে ওঠা ও স্বাধীনভাবে চলার অধিকার থাকা উচিত। কেয়া বলেন,‘যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।’
তবে বিয়ে নিয়ে এখনই কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই বলে জানান তিনি। কেয়ার বিশ্বাস—জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেওয়াই সঠিক।
তার কথায়, ‘বিয়ের ক্ষেত্রে তিনি শুধু সৃষ্টিকর্তার ওপরই ভরসা রাখতে চান।’
ব্যক্তিগত জীবনের এই খোলামেলা বক্তব্যে ভক্তদের কৌতূহল আরও বাড়লেও, তারা কেয়া পায়েলের ইতিবাচক মনোভাব ও পরিপক্ব চিন্তাধারার প্রশংসা করছেন।
