সময় হলে জানতে পারবেন: শরীফুল রাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৪৭, ৮ ডিসেম্বর ২০২৫
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ আবারও বড় পর্দায় ফিরছেন ধারাবাহিক চমক নিয়ে। দীর্ঘদিন পর তিনি একাধিক নতুন প্রজেক্টে যুক্ত হয়েছেন, যার মধ্যে বিশেষভাবে আলোচনায় আছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এবং সরকারি অনুদানে নির্মিত আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’।
র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শরীফুল রাজ ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন। পরে ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’—প্রতিটি ছবিই তাকে ঢালিউডের প্রথম সারির অভিনেতাদের কাতারে পৌঁছে দেয়।
ব্যক্তিজীবনের নানা উত্থান–পতনের পর নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’-এর পর থেকেই তাঁর কোথায় আছেন, কী করছেন—তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়। সেই ধোঁয়াশা কাটিয়ে তিনি জানান, ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং শুরু হচ্ছে অচিরেই, এরপরই শুরু হবে ‘জীবন অপেরা’-এর শুটিং।
রোববার ‘জীবন অপেরা’য় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না। রাজের ভাষায়—
“চুক্তিসহ করেছি। আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না। সময় হলে সবই জানতে পারবেন।”
পরিচালক আলভী আহমেদের ভাষ্য অনুযায়ী, ছবিতে রাজকে দেখা যাবে ‘রফিক’ চরিত্রে—যেখানে দুই ভুবনে চলছে তার দুটি ভিন্ন জীবন।
এক জীবনে রফিক ব্যর্থ প্রেমিক, প্রেমিকা শারমিন সিডনিতে গিয়ে বিয়ে করেছে। অন্য জীবনে তারা সুখী দাম্পত্যে আবদ্ধ।
হঠাৎ এক সকালে ঘুম ভাঙতেই রফিক আবিষ্কার করে—সে প্রথম জীবন থেকে ছিটকে পড়েছে দ্বিতীয় জীবনে। এক অদ্ভুত ফাঁদে আটকে থাকা মানুষের মানসিক টানাপোড়েন, অনিশ্চয়তা ও অস্তিত্ব সংকট নিয়েই এগোবে ছবির গল্প।
