আরিফিন শুভর সঙ্গে ‘চুমুকাণ্ড’ নিয়ে মুখ খুললেন ঐশী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৪৩, ৭ ডিসেম্বর ২০২৫
ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত নতুন সিনেমা ‘নূর’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি চুমুর দৃশ্য। সম্প্রতি বায়োস্কোপ প্লাসে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার টিজার প্রকাশের পরই দৃশ্যটি ভাইরাল হয়। নেটিজেনদের একাংশে দাবি, প্রোমোশনের উদ্দেশ্যেই নাকি এ দৃশ্য ছড়িয়ে দেওয়া হয়েছে।
প্রেম ও বিরহের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এর আগেও শুভ–ঐশী জুটি দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তবে ‘নূর’–এর দৃশ্য প্রকাশের পর তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ঐশী। তিনি স্পষ্টভাবে জানান, নূর সিনেমায় চুমুর দৃশ্য ছিল, সেটি অভিনয়ের অংশ। এর বাইরে আর কিছুই নয়।
অভিনেত্রীর কথায়, প্রয়োজনীয় যে কোনো দৃশ্যই অভিনয়ের চাহিদা অনুযায়ী করতে হয়—
“চুমুর দৃশ্য না থাকলে হয়তো ধাক্কা দেওয়া বা চড় মারার মতো অন্য দৃশ্য থাকত। গল্পের প্রয়োজনে যা দরকার, অভিনেতাকেই তা করতে হয়।”
এছাড়া তিনি আরও জানান, বাস্তবে আরিফিন শুভর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই; সবই নিছক গুজব।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফরম বায়োস্কোপ প্লাসে মুক্তি পাচ্ছে ‘নূর’। অন্যদিকে ঐশী বর্তমানে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটির বেশিরভাগ দৃশ্যায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
