বিজয়ের মাসে যাত্রাপালা
‘গুনাই বিবি’ মঞ্চস্থ শিল্পকলায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৫৭, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:০১, ৬ ডিসেম্বর ২০২৫
শনিবার শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় ‘গুনাই বিবি’। ছবি: আয়োজক
বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনীতে মঞ্চস্থ হয়েছে ‘গুনাই বিবি’। আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে যাত্রাপালাটি মঞ্চস্থ হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে আসা দলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছে এ প্রদর্শনী, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হচ্ছে যাত্রাপালা।
‘গুনাই বিবি’ পালাটির পালাকার জসিমউদ্দিন এবং পরিচালনায় ছিলেন রিপন জমাদার। যাত্রাপালাটি মঞ্চায়ন করে কানাইঘাট সিলেটের ‘নিহা যাত্রা ইউনিট’।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় এবং নেপথ্যে ছিলেন মো. আনিছ আহম্মেদ, মো. রতন মিয়া, মো. গোলাম মোস্তফা, মো. নুরুল ইসলাম, আ. রশিদ সরকার, মো. বাবুল শেখ, মো. আবুল হোসেন, মো. সগির, মো. মান্নান, মো. আ. কাদির, মো. আজিজ ফকির, মো. মনির হোসেন, মো. জাকির হোসেন, মো. লিয়াকত, আখি আক্তার, শামীমা, রেহেনা আক্তার, গৌরী মণ্ডল, জোৎস্না, লাকী, নিলা, লাভলী, মফিজ উদ্দিন, আলমগীর, কমল চন্দ্র দাস, মো. ফারুক, জহির রায়হান, মো. সগির, আ. হামিদ, আলমাস উদ্দিন এবং লাবলু প্রমুখ।
মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি দল ৩৬টি যাত্রাপালা এবং মহান বিজয় দিবসে শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’সহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে। যাত্রাপালা প্রদর্শনীর টিকিটের মূল্য ১০০ টাকা।
প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে। এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।
প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।
‘আলোমতি প্রেমকুমার’ মঞ্চায়িত হবে রবিবার
আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ভেলানগর নরসিংদীর যাত্রাদল ‘নিউ সুমি অপেরা’ মঞ্চস্থ করবে যাত্রাপালা ‘আলোমতি প্রেমকুমার’।
পালাটির পালাকার জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন সুমি আক্তার।
