রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

বিজয়ের মাসে যাত্রাপালা

‘গুনাই বিবি’ মঞ্চস্থ শিল্পকলায়

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২১:৫৭, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:০১, ৬ ডিসেম্বর ২০২৫

‘গুনাই বিবি’ মঞ্চস্থ শিল্পকলায়

শনিবার শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় ‘গুনাই বিবি’। ছবি: আয়োজক

বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনীতে মঞ্চস্থ হয়েছে ‘গুনাই বিবি’। আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে যাত্রাপালাটি মঞ্চস্থ হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে আসা দলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছে এ প্রদর্শনী, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হচ্ছে যাত্রাপালা।

‘গুনাই বিবি’ পালাটির পালাকার জসিমউদ্দিন এবং পরিচালনায় ছিলেন রিপন জমাদার। যাত্রাপালাটি মঞ্চায়ন করে কানাইঘাট সিলেটের ‘নিহা যাত্রা ইউনিট’।

‘গুনাই বিবি’ যাত্রাপালার একটি দৃশ্য। ছবি: আয়োজকএতে বিভিন্ন চরিত্রে অভিনয় এবং নেপথ্যে ছিলেন মো. আনিছ আহম্মেদ, মো. রতন মিয়া, মো. গোলাম মোস্তফা, মো. নুরুল ইসলাম, আ. রশিদ সরকার, মো. বাবুল শেখ, মো. আবুল হোসেন, মো. সগির, মো. মান্নান, মো. আ. কাদির, মো. আজিজ ফকির, মো. মনির হোসেন, মো. জাকির হোসেন, মো. লিয়াকত, আখি আক্তার, শামীমা, রেহেনা আক্তার, গৌরী মণ্ডল, জোৎস্না, লাকী, নিলা, লাভলী, মফিজ উদ্দিন, আলমগীর, কমল চন্দ্র দাস, মো. ফারুক, জহির রায়হান, মো. সগির, আ. হামিদ, আলমাস উদ্দিন এবং লাবলু প্রমুখ।

মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি দল ৩৬টি যাত্রাপালা এবং মহান বিজয় দিবসে শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’সহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে। যাত্রাপালা প্রদর্শনীর টিকিটের মূল্য ১০০ টাকা।

প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে। এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।

‘গুনাই বিবি’ যাত্রাপালার একটি দৃশ্য। ছবি: আয়োজকপ্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।

‘আলোমতি প্রেমকুমার’ মঞ্চায়িত হবে রবিবার

আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ভেলানগর নরসিংদীর যাত্রাদল ‘নিউ সুমি অপেরা’ মঞ্চস্থ করবে যাত্রাপালা ‘আলোমতি প্রেমকুমার’।

পালাটির পালাকার জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন সুমি আক্তার।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু