যুক্তরাজ্যের বিজ্ঞাপন মান নিয়ন্ত্রণ সংস্থা অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি (এএসএ) স্যানেক্স শাওয়ার জেলের একটি বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। অভিযোগ উঠেছে, বিজ্ঞাপনটিতে কৃষ্ণাঙ্গ মডেলদের ত্বককে খসখসে, শুষ্ক ও অমসৃণ দেখানো হয়, আর শ্বেতাঙ্গ মডেলের ত্বককে তুলনামূলক মসৃণ ও স্বাভাবিক দেখানো হয়। ফলে বিজ্ঞাপনটি শ্বেতাঙ্গ ত্বককে শ্রেষ্ঠ হিসেবে উপস্থাপন করেছে বলে মনে করা হচ্ছে।