ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আজ সোমবার (১৩ অক্টোবর) মিসরের শারম আল শেখ শহরে শুরু হচ্ছে এক গুরুত্বপূর্ণ ‘শান্তি সম্মেলন’। ধারণা করা হচ্ছে, সম্মেলনেই হামাস ও ইসরায়েলের মধ্যে সদ্য সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে ট্রাম্প স্বাক্ষর করতে পারেন।