হামাস-ইসরায়েলকে স্থায়ী শান্তির পথে চলার আহ্বান পোপ লিওর
প্রকাশ: ১০:৩৫, ১৩ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতিকে আশার ঝিলিক হিসেবে অভিহিত করেছেন পোপ লিও। তিনি হামাস-ইসরায়েল উভয় পক্ষকে স্থায়ী শান্তির পথে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন।
স্ট পিটার্স স্কোয়ারে রবিবারের ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রার্থনার পর পোপ বলেন, দুই বছর ধরে চলা সংঘর্ষ গাজায় মৃত্যু ও ধ্বংসের ছাপ ফেলেছে। বিশেষ করে যারা নির্মমভাবে তাদের সন্তান, পিতা-মাতা বা বন্ধু হারিয়েছেন, তাদের হৃদয়ে বেদনা অগণিত।
পোপের বক্তব্যে সাম্প্রতিক শান্তিচেষ্টা ও ইসরায়েল-হামাসের মধ্যে অর্জিত চুক্তির প্রসঙ্গ উঠে এসেছে। তিনি সকল পক্ষকে অনুরোধ করেন ন্যায্য ও স্থায়ী শান্তির পথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে, যাতে ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষা সম্মানিত হয়।
পোপ প্রার্থনা করেন, মানুষ একে অপরকে শত্রু নয়, বরং ভাই হিসেবে দেখার ক্ষমতা পুনরুদ্ধার করুক, ক্ষমা ও মিলনের যোগ্য হোক।
তিনি ইউক্রেনের পরিস্থিতিকেও উল্লেখ করে বলেন, তার হৃদয় সেখানে কষ্ট ভোগা জনগণের সঙ্গে মিলিত। তিনি রক্তপাত বন্ধ এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের পুনরায় আহ্বান জানান।