ইউক্রেন পুরো ভূখণ্ড ফেরত পেতে পারে, জেলেনস্কিকে আশ্বাস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করে তিনি জানান—কিয়েভ এখন “মূল সীমান্তসহ পুরো ইউক্রেন ফেরত পেতে পারে”। এর আগে ট্রাম্প বহুবারই বলেছেন, যুদ্ধ থামাতে হলে ইউক্রেনকে কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে।