শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

তরুণ কৃষকদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান ড. ইউনূসের

প্রকাশ: ১০:১০, ১৩ অক্টোবর ২০২৫

তরুণ কৃষকদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশের তরুণ কৃষকদের সম্ভাবনাকে কাজে লাগাতে বিশেষ ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তরুণদের সামাজিক ব্যবসার ধারণায় উদ্বুদ্ধ করে কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা খাতে নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন দেখছেন তিনি।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ইতালির রোমে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এর সাইডলাইনে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএড) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে ড. ইউনূস এই প্রস্তাব দেন।

বৈঠকে তিনি বলেন, ‘এই তহবিল বাংলাদেশের তরুণদের কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা তৈরির মতো খাতে উৎসাহিত করবে। সামাজিক ব্যবসার মডেল অনুসরণ করে তারা টেকসইভাবে সমস্যার সমাধান করতে পারবে।’

আলোচনায় গভীর সমুদ্রের মৎস্য আহরণ, জলবায়ু সহনশীল কৃষি, আম ও কাঁঠাল রফতানি এবং দুগ্ধ শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিও বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগে সহায়তার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে রবিবার ড. ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমে পৌঁছালে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।

ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৫ আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। এবারের সম্মেলনে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই কৃষি উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন