রাকসুতে নিজ হলে হারলেন ছাত্রদলের এষা
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৬, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৪৫, ১৭ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে নিজ রহমতুন্নেছা হলে হেরে গেছেন ছাত্রদলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।
এই হলে ভিপি পদে জয় পেয়েছে শিবির। তবে এখানে জিএস পদে শিবির হেরে গেছে। এই হলের শিক্ষার্থী ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষাও পরাজিত হয়েছেন শিবিরের প্রার্থীর কাছে।
এই হলে ছাত্রদল সমর্থিত এজিএস পদে জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৮৯ ভোট, অন্যদিকে শিবির সমর্থিত সালমান সাব্বির ৩৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ছাত্রশিবির সমর্থিত ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬৩০ ভোট। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবির পেয়েছেন মাত্র ১৮৬ ভোট।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দীন আম্মার পেয়েছেন ৫৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন ৩২০ ভোট।