এইচএসসিতে লক্ষ্মীপুরের তিন কলেজে কেউই পাস করেনি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৮, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৫০, ১৬ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরের শিক্ষা অঙ্গনে হতাশার খবর—জেলার তিনটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।জেলার ৪৩টি প্রতিষ্ঠানের ৯ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৭৭৪ জন কৃতকার্য হয়েছে, পাসের হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ। কিন্তু ওই তিন কলেজের ২০ পরীক্ষার্থীই ফেল করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুরাইয়া আক্তার লাকী।
শতভাগ ফেল করা কলেজগুলো হলো—সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজারের ক্যামব্রিজ সিটি কলেজ– ৪ জন পরীক্ষার্থী, সবাই ফেল। কমলনগর উপজেলার তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ–৪ জন পরীক্ষার্থী, কেউ পাস করেনি।
রামগতির সেবাগ্রাম ফজলুল রহমান স্কুল অ্যান্ড কলেজ– ১২ জন পরীক্ষার্থী, সবাই অকৃতকার্য।
সদরের ক্যামব্রিজ সিটি কলেজের শিক্ষক রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। কলেজের মানবিক বিভাগ থেকেই ৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু কেউ কৃতকার্য হননি।
তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, ‘আমাদের কলেজে নিয়মিত শিক্ষক নেই। অতিথি শিক্ষক রেখেই পাঠদান চলছে। ২০২২ সালে অনুমোদন পাই। প্রথম ব্যাচে ৬ জনের মধ্যে ১ জন পাস করেছিল, এবার ৪ জনই ফেল করেছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহও কম।’
রামগতি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন বলেন, ‘সেবাগ্রাম ফজলুল করিম স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষা দিয়েছে, সবাই অকৃতকার্য হয়েছে। বিস্তারিত প্রতিবেদন এখনো হাতে আসেনি।’
লক্ষ্মীপুরে এবার পাসের হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ—যা আগের বছরের তুলনায় কম। জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন শিক্ষার্থী। শিক্ষা বিশ্লেষকদের মতে, কলেজে শিক্ষক সংকট, দুর্বল একাডেমিক তদারকি এবং শিক্ষার্থীদের অনাগ্রহ এ অবস্থার প্রধান কারণ।