শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

এইচএসসি পরীক্ষা

গাইবান্ধার দুটি কলেজ থেকে কেউ পাশ করেনি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১:১৩, ১৬ অক্টোবর ২০২৫

গাইবান্ধার দুটি কলেজ থেকে কেউ পাশ করেনি

গাইবান্ধার এবারের এইচএসসি পরীক্ষায় দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাত উপজেলার ৩৩টি কলেজের মধ্যে ৩১টি প্রতিষ্ঠানে ফলাফল সন্তোষজনক হলেও দুটি কলেজ পুরোপুরি অকৃতকার্য হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া হাইস্কুল অ্যান্ড কলেজে একমাত্র পরীক্ষার্থী ছিলেন একজন, কিন্তু তিনিও ফেল করেছেন। অন্যদিকে সাঘাটা উপজেলার জুমারবাড়ি মহিলা কলেজের পাঁচজন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

গাইবান্ধা জেলা শিক্ষা অফিস জানিয়েছে, সাদুল্লাপুর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও সদর উপজেলার মোট ৩৩টি কলেজ থেকে এ বছর শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৩১টি কলেজে সন্তোষজনক ফলাফল এলেও এই দুই কলেজে শতভাগ শিক্ষার্থী ফেল করায় শিক্ষা মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় শিক্ষকরা বলছেন, এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজন নিয়মিত শ্রেণি কার্যক্রম, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও পরিদর্শন জোরদার করা।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন