শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ইউক্রেনে রাশিয়ার এক রাতে ৩০০ ড্রোন ও ৩৭ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৫৫, ১৭ অক্টোবর ২০২৫

ইউক্রেনে রাশিয়ার এক রাতে ৩০০ ড্রোন ও ৩৭ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতভর তাণ্ডব চালিয়েছে রাশিয়া। ব্যবহার করেছে ৩০০টিরও বেশি ড্রোন ও ৩৭টি ক্ষেপণাস্ত্র, যা চলমান যুদ্ধের একক রাতে পরিচালিত অন্যতম বড় হামলা বলে মনে করা হচ্ছে।

উপগ্রহচিত্র, স্থানীয় সূত্র ও সরকারি বিবৃতি অনুযায়ী, বুধবার বুধবার (১৫ অক্টোবর) রাতভর চলা এই হামলার লক্ষ্য ছিল মূলত বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি অবকাঠামো। 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে ‘শীতের আগে রাশিয়ার কৌশলগত যুদ্ধ পরিকল্পনার অংশ’ বলে অভিহিত করেছেন।

জেলেনস্কি জানান, হামলার প্রধান লক্ষ্য ছিল- মধ্যাঞ্চলের ভিনিতসিয়া ও পোলতাভা এবং উত্তরাঞ্চলের সুমি ও খারকিভ এলাকা। রাশিয়া সমন্বিতভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একযোগে এসব অঞ্চল লক্ষ্য করে আক্রমণ চালায়।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, ২৮৩টি ড্রোন ও ৫টি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে পেরেছে। কিন্তু ৩৭টি ড্রোন ও ১৪টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

হামলা প্রসঙ্গে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি নাফতোগ্যাস-এর প্রধান নির্বাহী সের্গি কোরেতস্কি জানান, শুধু চলতি অক্টোবর মাসেই আমাদের গ্যাস স্থাপনাগুলোর ওপর ছয়টি বড় হামলা হয়েছে। এতে দেশের উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।”

তিনি আরও বলেন, এই ধরণের ধারাবাহিক হামলা শীত মৌসুমে গ্যাস সরবরাহ ব্যাহত করতে পারে, যা জনজীবনের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।

গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা বলছে, শীতকালেই রাশিয়া সবচেয়ে বেশি বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন