শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

’জুলাই সনদে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১১, ১৭ অক্টোবর ২০২৫

’জুলাই সনদে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে’

জুলাই জাতীয় সনদ ২০২৫–এ ‘ইতিহাস বিকৃতি’ ঘটানো হয়েছে বলে অভিযোগ তুলেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলনের প্রকৃত ইতিহাস সনদে অনুপস্থিত, যা শহীদদের রক্ত ও আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান ছিল আমাদের নেতৃত্বাধীন আন্দোলনের ফসল। সেই ধারাবাহিক সংগ্রাম, ৯ দফা থেকে এক দফায় রূপান্তর, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ- এসবই সনদ থেকে বাদ দেওয়া হয়েছে।”

শহীদ পরিবার, আহতরা এবং ছাত্র নেতৃত্ব- এই তিন স্তম্ভকে উপেক্ষা করে শুধু রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে সনদ তৈরি করা হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়- জুলাই সনদের আইনি ভিত্তি এখনো প্রতিষ্ঠিত হয়নি, নোট অব ডিসেন্টগুলো অমীমাংসিত, তবুও স্বাক্ষর অনুষ্ঠানের জন্য সরকার ও কমিশন তড়িঘড়ি পদক্ষেপ নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, “পূর্বেও এমনভাবে সনদ তৈরির চেষ্টা হয়েছে, কিন্তু তা বৈধতা পায়নি। এবারও যদি একই পথে হাঁটা হয়, ইতিহাসের প্রতি বিশ্বাসঘাতকতা হবে।”
বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, স্বাক্ষরের আগে আইনি ভিত্তি ও নোট অব ডিসেন্টের সমাধান নিশ্চিত করা হোক। পাশাপাশি সব রাজনৈতিক দল, শহীদ পরিবার ও আন্দোলনের নেতৃত্বসহ ছাত্রদের সঙ্গে নিয়ে সনদটি বৈধ ও পূর্ণাঙ্গ করা হোক।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন