শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

রাকসু নির্বাচন

ছেলেদের দুই হলেও ভিপি-এজিএসে এগিয়ে শিবির ও জিএসে আম্মার

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৪, ১৭ অক্টোবর ২০২৫

ছেলেদের দুই হলেও ভিপি-এজিএসে এগিয়ে শিবির ও জিএসে আম্মার

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনগত রাত দুইটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ছেলেদের আরও দুটি হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।

হল দুটি হলো- জুলাই-৩৬ ও শেরে বাংলা ফজলুল হক হল। এ দুটি হলেও ভিপি ও এজিএস পদে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ও জিএসে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী। 
   
জুলাই-৩৬ হল: এই হলে ভিপি ও এজিএস পদে এগিয়ে শিবির ও জিএসে এগিয়ে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের আম্মার। 
ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি ও এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

এই হলে ভিপি পদে ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩০০ ভোট।

জিএস পদে সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৩৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৫১০ ভোট।

অন্যদিকে এজিএস পদে এস এম সালমান ৫২৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৩ ভোট।

শেরে বাংলা ফজলুল হক হল: এই হলেও ভিপি–এজিএস পদে এগিয়ে শিবির। এই হলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ৪৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৯৭ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৪১৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ২৩৩ ভোট।

এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান পেয়েছেন ২৮২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২১২ ভোট।

বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ফল ঘোষণা করেন। 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন