রাকসুতে ভোট গণনা শুরু রাত সাড়ে আটটায়
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২১:২৯, ১৬ অক্টোবর ২০২৫

ভোট শেষ হওয়ার সাড়ে চার ঘন্টা পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)ৃ কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ভোট গণনা শুরু হয়।
নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, ভোট গণনার ক্ষেত্রে প্রথম ধাপে ব্যালট বাক্স খুলে আলাদা রঙয়ের (হল, রাকসু ও সিনেট) ব্যালটগুলোকে ১০০টি করে বান্ডেল করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ব্যালট মেশিনে দেওয়া হচ্ছে এবং তৃতীয় ধাপে ৪৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পুনরায় প্রাপ্ত ফল যাচাই করবেন। এরপর ফল ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, “ফল ঘোষণার ক্ষেত্রে ধারাবাহিকভাবে একটি একটি করে হলের ফল প্রকাশ করা হবে এবং প্রত্যেকটি হলের ক্ষেত্রেই এই তিনটি ধাপ অনুসরণ করা হবে।”
নির্বাচন কমিশনার বলেন, “আমরা মেয়েদের হল দিয়ে ভোট গণনা শুরু করব। প্রথম হলটির ফলাফল আমরা একাধিকবার যাচাই করব। সেক্ষেত্রে প্রথম হলের ফল ঘোষণা করতে আমাদের একটু সময় লাগবে।”
তবে ভোট গণনা শেষ হতে ঠিক কতক্ষণ লাগতে পারে, সে বিষয়ে কিছু বলেননি নির্বাচন কমিশনার।
রাকসুতে এবার মোট ৭০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন।