রাকসুতে ভোট ৭০%, সর্বোচ্চ আমীর আলী-সোহরাওয়ার্দী হলে, কম রোকেয়ায়
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২০:৫৭, ১৬ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে দুই হলে সৈয়দ আমীর আলী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৭৮ শতাংশ করে এবং সর্বনিম্ন রোকেয়া হলে ৬০ শতাংশ।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ শিক্ষার্থী, যাদের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়টি ভবনে ১৭টি হলের কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। বড় ধরনের অনিয়ম বা গোলযোগ ছাড়াই অনুষ্ঠিত এ নির্বাচনের ফল গোনার প্রক্রিয়ায় আছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ভোট গণনার ক্ষেত্রে প্রথম ধাপে ব্যালট বাক্স খুলে আলাদা রঙয়ের (হল, রাকসু ও সিনেট) ব্যালটগুলোকে ১০০টি করে বান্ডেল করা হবে। দ্বিতীয় ধাপে ব্যালট মেশিনে দেওয়া হবে এবং তৃতীয় ধাপে ৪৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পুনরায় প্রাপ্ত ফল যাচাই করবেন। এরপর ফল ঘোষণা করা হবে।
তিনি বলেন, “ফল ঘোষণার ক্ষেত্রে ধারাবাহিকভাবে একটি একটি করে হলের ফল প্রকাশ করা হবে এবং প্রত্যেকটি হলের ক্ষেত্রেই এই তিনটি ধাপ অনুসরণ করা হবে।”
নির্বাচন কমিশনার বলেন, ”আমরা মেয়েদের হল দিয়ে ভোট গণনা শুরু করব। প্রথম হলটির ফলাফল আমরা একাধিকবার যাচাই করব। সেক্ষেত্রে প্রথম হলের ফল ঘোষণা করতে আমাদের একটু সময় লাগবে।”
কোন হলে কত ভোট পড়লো
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ি, এবারের রাকসু নির্বাচনে সর্বাচ্চ ভোট পড়েছে আমির আলী ও সোহরাওয়ার্দী হলে ৭৮ শতাংশ করে। এর মধ্যে সৈয়দ আমীর আলী হলে ১২৩৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৫৯ জন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১৮৬২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪৪৫ জন।
অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে রোকেয়া হলে ৬০ শতাংশ। এই হলের ২১৭৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৯৫ জন।
এরপর শাহ মখদুম ও শহীদ শামসুজ্জোহা হলে ৭৭ শতাংশ করে ভোট পড়েছে। এর মধ্যে শাহ মখদুম হলের ১৪০৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১০৯৫ জন ও শহীদ শামসুজ্জোহা হলে ১৩০৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৯৮ জন।
৭৪ শতাংশ করে ভোট পড়েছে শেরে বাংলা ফজলুল হক ও বিজয় ২৪ হলে। এর মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলের ৯৯৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৩৪ জন ও বিজয় ২৪ হলে ১৫২৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১১২৯ জন।
মতিহার হলে ১৮৭১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩৭০ জন বা ৭৩ শতাংশ।
৭২ শতাংশ করে ভোট পড়েছে শহীদ হবিবুর রহমান ও শহীদ জিয়াউর রহমান হলে। এর মধ্যে শহীদ হবিবুর রহমান হলে ২৪৪৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৭৫০ জন ও শহীদ জিয়াউর রহমান হলে ১৯৬৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪০৭ জন।
মাদার বখস হলে ১৮৭৮ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩৩৮ জন বা
৭১ শতাংশ।
নবাব আব্দুল লতিফ হলে ১১১৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৭০ জন বা ৬৯ শতাংশ।
মন্নুজান ও জুলাই ৩৬ হলে ভোট পড়েছে ৬৭ শতাংশ করে। এর মধ্যে মন্নুজান হলে ২৩৮১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫৯৮ জন ও জুলাই ৩৬ হলে ২৪৭২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬৫৩ জন।
তাপসী রাবেয়া হলে ১২৪১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৯০ জন বা ৬৪ শতাংশ।
খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলে ভোট পড়েছে ৬১ শতাংশ করে। এর মধ্যে খালেদা জিয়া হলে ১২৭৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৮৪ জন ও রহমতুন্নেসা হলে ১৭৬৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১০৭২ জন।