শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

মতামত লিপিবদ্ধ হলে জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৭, ১৭ অক্টোবর ২০২৫

মতামত লিপিবদ্ধ হলে জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি

দলের উত্থাপিত প্রস্তাবনা ও ভিন্নমতগুলো আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হলে বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বন্দর এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব বলেন, ”আমরা কিন্তু বলিনি, প্রস্তাব মানা না হলে সই করব না। আমরা বলেছি, আমরা সই করব- যদি আমাদের মতামত ও নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করা হয়।”

এসময় মির্জা ফখরুল দাবি করেন, বিএনপি এ পর্যন্ত জুলাই সনদ নিয়ে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। তিনি বলেন, “আমরা গণভোটের প্রস্তাব মেনে নিয়েছি। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে- এই ফরম্যাটে সম্মতি দিয়েছি। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা কমিশনের।”

তিনি আরও বলেন, “অস্থির হওয়ার কিছু নেই। আমরা সময়মতো জানিয়ে দেব, সই করছি কি না। একটু টেনশন থাকা ভালো!”

এসময় মির্জা ফখরুল গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “জাতির সামনে সব সময় এমন সুযোগ আসে না। এখন যে সুযোগ এসেছে- গণতন্ত্র প্রতিষ্ঠার, সুষ্ঠু নির্বাচনের, তা আমাদের কাজে লাগাতেই হবে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “বিএনপি গণতান্ত্রিক চেতনা থেকেই জন্ম নিয়েছে। আমরা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও আমরাই সংবিধানে এনেছিলাম। সেই ব্যবস্থার অধীনেই চারটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল।”

তত্ত্বাবধায়ক ব্যবস্থার বাতিল প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনা জানতেন, অবাধ নির্বাচন হলে তারা জিততে পারবে না- এই ভয়েই তারা ব্যবস্থা বাতিল করেছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তিনি বলেন, “তিনি দেশে ফিরলে যে গণজোয়ার সৃষ্টি হবে, সেই উত্তাল তরঙ্গে সব অপশক্তি ভেসে যাবে।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন