খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ দেবে জাতীয় ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৫, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:২৬, ১৬ অক্টোবর ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার রাত ৮টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে জুলাই সনদ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন।
শায়রুল কবির আরও বলেন, ঐকমত্য কমিশনের এই প্রতিনিধিদল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও বিস্তারিত আলোচনা করতে পারেন।
উল্লেখ্য, জুলাই সনদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ঐক্যের উদ্যোগ দেখা যাচ্ছে। এই সনদে গণতান্ত্রিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন এবং জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গঠনের অঙ্গীকার করা হয়েছে।
রাজনৈতিক মহলে খালেদা জিয়া ও তারেক রহমানের উপস্থিতি এই অনুষ্ঠানে জাতীয় ঐক্যের প্রতীকী তাৎপর্য হিসেবে বিবেচিত হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, বিএনপি যদি আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে অংশগ্রহণ করে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী বিভাজনের অবসান ঘটার সম্ভাবনা তৈরি হতে পারে।