শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা, কে তিনি?

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২২:৪৭, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৩০, ১৭ অক্টোবর ২০২৫

মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা, কে তিনি?

কর্নেল রান্দ্রিয়ানিরিনা। ছবি: সংগৃহীত

কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা এখন মাদাগাস্কারের নতুন রাষ্ট্রপ্রধান। ৫১ বছর বয়সী এই সামরিক কর্মকর্তা সম্প্রতি দেশটিতে সংঘটিত বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দ্রুতই আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে উঠে এসেছেন। মঙ্গলবার রাজধানী আন্তানানারিভোর প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে তিনি ঘোষণা দেন—“সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।”

এর আগে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনার বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যেই ‘ক্যাপস্যাট বাহিনীর’ কমান্ডার হিসেবে রান্দ্রিয়ানিরিনা প্রকাশ্যে বলেন, “আমরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর আদেশ প্রত্যাখ্যান করেছি।”

মুহূর্তটি ছিল ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া যুব-নেতৃত্বাধীন আন্দোলনের এক বড় মোড়। এরপরই রাজোয়েলিনা দেশত্যাগ করেন এবং পার্লামেন্ট তাকে অভিশংসিত করে।

শুক্রবার শপথ, প্রতিশ্রুতি বেসামরিক নেতৃত্বে ফেরার

দেশটির শীর্ষ আদালত শুক্রবার কর্নেল রান্দ্রিয়ানিরিনাকে প্রেসিডেন্ট হিসেবে শপথ করাবে। তবে তিনি ঘোষণা দিয়েছেন, এটি স্থায়ী সামরিক শাসন নয়— “দুই বছরের মধ্যেই আমরা ক্ষমতা বেসামরিক নেতৃত্বের হাতে তুলে দেব।” এই বক্তব্যেই তিনি সেনানায়ক থেকে এক জনআকাঙ্ক্ষিত রাষ্ট্রনেতার প্রতীক হয়ে উঠেছেন।

রান্দ্রিয়ানিরিনার রাজনৈতিক পথচলা নাটকীয়। ২০২৩ সালের নভেম্বরে রাজোয়েলিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার নির্বাচনের আগমুহূর্তে তিনি অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার অভিযোগে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মুক্তির পর রান্দ্রিয়ানিরিনা বলেন, “আমি ঘরে রান্না করতাম, ফুটবল খেলতাম—কোনো দায়িত্ব ছিল না।”

কিন্তু বছর না গড়াতেই তিনি দেশের সবচেয়ে আলোচিত সামরিক মুখে পরিণত হন। রান্দ্রিয়ানিরিনা ও তার বাহিনী দুই সপ্তাহ ধরে সরকারবিরোধী দমন-পীড়নের বিরুদ্ধে অবস্থান নেন।

বিশ্লেষক ভেলোমাহানিনা রাজাকামাহারাভো বলেন, “তার সাহসী অবস্থান এবং ধর্মবিশ্বাসী চরিত্র তাকে জনগণের চোখে বৈধতা দিয়েছে।”

তিনি আরও বলেন, “এই প্রেক্ষাপটে সেনাবাহিনীকে সহিংসতার বিরুদ্ধে শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছিল।”

ইতিহাসের পুনরাবৃত্তি: ২০০৯ সালের ক্যাপস্যাট বিদ্রোহ

২০০৯ সালেও ক্যাপস্যাট বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানার বিরুদ্ধে বিদ্রোহ করে রাজোয়েলিনাকে ক্ষমতায় আনে। তখনও বিদ্রোহের নেতৃত্বে ছিলেন সেনা কর্মকর্তা কর্নেল চার্লস আন্দ্রিয়ানাসোভিনা ও লিলিসন রেনে ডি রোল্যান্ড।

আজ ইতিহাস যেন উল্টো দিকে ঘুরেছে— সেই বাহিনীই রাজোয়েলিনাকে সরিয়ে এবার রাষ্ট্রক্ষমতায় আনল আরেক কর্নেলকে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন