ডিসেম্বরে মায়ামিতে বসছে ‘মেসি কাপ’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:০৩, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৪৪, ১৬ অক্টোবর ২০২৫

ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি এবার নিজেই আয়োজন করছেন এক বিশেষ ফুটবল প্রতিযোগিতা—‘মেসি কাপ’। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আর্জেন্টাইন মহাতারকা জানান, তরুণ প্রতিভাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে তিনি এই আন্তর্জাতিক যুব প্রতিযোগিতার আয়োজন করছেন।
মেসির প্রযোজনা সংস্থা ‘৫২৫ রোজারিও’-এর উদ্যোগে হবে টুর্নামেন্টটি। ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, স্থান— দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন মাঠ।
অংশ নেবে আট বিশ্বখ্যাত ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল
‘মেসি কাপ’-এ খেলবে আটটি অনূর্ধ্ব-১৬ দল—ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভারপ্লেট, ইন্টার মিলান, নিউওয়েলস ওল্ড বয়েজ, আতলেতিকো মাদ্রিদ এবং চেলসি।
দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রথম তিন দিন প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে। চতুর্থ দিনে হবে প্লে-অফ ম্যাচ, পঞ্চম দিন তৃতীয় স্থান নির্ণায়ক ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ১৮টি ম্যাচ দিয়ে গড়া এই আসর সাজানো হচ্ছে বড় পরিসরে।
নিজের ঘোষণায় মেসি লিখেছেন—“একটা খবর আপনাদের দিতে পেরে আমি ভীষণ উত্তেজিত। এই ডিসেম্বরে মায়ামিতে এক বিশেষ ফুটবল প্রতিযোগিতা হবে, যেখানে গোটা বিশ্বের সেরা ক্লাবগুলোর তরুণরা অংশ নেবে। ফুটবলের ভবিষ্যৎ কাদের হাতে, সেটা দেখার সুবর্ণ সুযোগ। শুধু ম্যাচ নয়, প্রতিযোগিতার দিনগুলোয় থাকবে নানা অনুষ্ঠান ও বিনোদনের আয়োজন। এটাই ‘মেসি কাপ’।”
শোনা যাচ্ছে, ‘মেসি কাপ’ শুধু ফুটবল নয়— এক উৎসব হয়ে উঠবে। সেখানে হাজির থাকবেন বিভিন্ন খেলার কিংবদন্তি, বিনোদন জগতের তারকা এবং আন্তর্জাতিক ব্যবসায়ী ব্যক্তিত্বরা। তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা জোগাতে আয়োজন থাকবে সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানও।