আবুধাবি, আমেরিকা, ভারত—তিন লিগে নাম লেখালেন সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:০০, ১৬ অক্টোবর ২০২৫

বয়স ৩৮ পেরিয়ে গেলেও মাঠে এখনও সমান তালে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার এক দিনেই তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখানোর বিরল রেকর্ড গড়লেন তিনি।
সম্প্রতি কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলে এসেছেন সাকিব। সেই ধারাবাহিকতায় নতুন করে যুক্ত হয়েছেন তিনটি লিগে—আবুধাবি টি-টেন, যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগ এবং ভারতের ইন্ডিয়ান হ্যাভেন লিগে।
আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে
আবুধাবি টি-টেন লিগের নতুন দল রয়্যাল চ্যাম্পস ইনস্টাগ্রাম পোস্টে জানায়, “গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারের সদস্য। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার, এখন তিনি টি–টেন লিগের অংশ।”
এই ঘোষণার মাধ্যমে সাকিবের ফ্র্যাঞ্চাইজি লিগ ক্যারিয়ার আরও এক ধাপ এগিয়ে গেল।
যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগে হিউস্টন রাইডার্স
টি-টোয়েন্টি ফরম্যাটের গ্লোবাল লিগে সাকিব খেলবেন হিউস্টন রাইডার্স দলে। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয়তা বাড়ার এই সময়ে সাকিবের অংশগ্রহণ সেখানে নতুন উদ্দীপনা যোগ করবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
ইন্ডিয়ান হ্যাভেন লিগেও যাচ্ছেন সাকিব
প্রথমবার আয়োজিত হতে যাওয়া ইন্ডিয়ান হ্যাভেন লিগেও খেলবেন সাকিব। কোন দলে তিনি খেলবেন তা এখনও প্রকাশ হয়নি, তবে এক ভিডিও বার্তায় তিনি নিজের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এক দিনে তিনটি আন্তর্জাতিক লিগে সই করার এই নজির সাকিবের ফ্র্যাঞ্চাইজি জনপ্রিয়তারই প্রমাণ। বয়স বাড়লেও তার ফিটনেস ও পারফরম্যান্স এখনও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিদের কাছে সমান আকর্ষণীয়।