পানমশলা বিজ্ঞাপনে সমালোচিত শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:৫৫, ১৬ অক্টোবর ২০২৫

বিশ্বের অন্যতম ধনী তারকা হয়েও শাহরুখ খান কেন পানমশলা বা ক্ষতিকারক পানীয়ের বিজ্ঞাপন করেন—এই প্রশ্ন আবারও সামনে এনেছেন ভারতীয় ইউটিউবার ও নেটপ্রভাবী ধ্রুব রাঠী। তার বক্তব্য, শাহরুখের সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় দেড় হাজার কোটি টাকা। এত সম্পদ থাকা সত্ত্বেও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের প্রচারে মুখ দেখানো নৈতিক কি না—এই প্রশ্নই তুলেছেন তিনি।
কিন্তু আশ্চর্যের বিষয়, এ বিতর্কের উত্তর যেন আগে থেকেই প্রস্তুত রেখেছিলেন শাহরুখ খান। তার পুরনো এক সাক্ষাৎকারে এই বিষয়ে স্পষ্ট যুক্তি দিয়েছিলেন কিং খান।
সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, “প্রথমত আমি আমার দেশের স্বাস্থ্য মন্ত্রীকে বলব এই ধরনের জিনিস নিষিদ্ধ করতে। যদি ধূমপান ক্ষতিকারক হয়, তবে তা নিষিদ্ধ হোক। যদি কোমল পানীয় বিষের মতো ক্ষতিকর হয়, তার উৎপাদনও বন্ধ করে দিন। কিন্তু সরকার এগুলো বন্ধ করবে না, কারণ এখান থেকে রাজস্ব পায়।”
তিনি আরও যোগ করেছিলেন, “আমি একজন অভিনেতা, আমি কাজ করি এবং তার বিনিময়ে অর্থ পাই। যদি এই পণ্যগুলো সত্যিই এত ক্ষতিকর হয়, তবে উৎপাদনই বন্ধ করে দেওয়া উচিত—আমার কাজ নয় তা বন্ধ করা।”
শাহরুখের এই বক্তব্য নতুন করে বিতর্ক ছড়িয়েছে—বিশেষত সেই প্রেক্ষিতে যখন অনেক অভিনেতা জনস্বাস্থ্যের দায়বদ্ধতার কারণে এমন বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ মনে করছেন, শাহরুখের যুক্তি বাস্তবসম্মত—তিনি পেশাগতভাবে কাজ করছেন মাত্র। আবার অনেকের মতে, সমাজে তাঁর মতো প্রভাবশালী তারকার দায়িত্ব আরও বেশি।
ধ্রুব রাঠীর সমালোচনায় নেটিজেনদের একাংশ একমত হলেও, শাহরুখ ভক্তদের মতে, তিনি কেবল কাজ করছেন সেই সিস্টেমের ভেতরে, যেটি নিজেই এই ধরনের পণ্যের অনুমোদন দেয়।