শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

শুটিং সেটের ভিডিও থেকে ডলার আয়

‘নৈতিকতা কোথায়?’ প্রশ্ন নিলয় আলমগীরের

বিনোদন প্রতিবেদক 

প্রকাশ: ১৮:১৮, ১৬ অক্টোবর ২০২৫

‘নৈতিকতা কোথায়?’ প্রশ্ন নিলয় আলমগীরের

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নিলয় আলমগীর সোশ্যাল মিডিয়ায় শুটিং সেটের ভিডিও প্রকাশ করে অর্থ আয়ের প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন— `পারিশ্রমিক নেওয়ার পরেও যারা নাটকের ‘বিহাইন্ড দ্য সিন’ (BTS) ভিডিও দিয়ে ডলার কামানোর চেষ্টা করেন, এটা কতটা নৈতিক?’

নিলয়ের মতে, নাটক নির্মাণে প্রযোজক-পরিচালক থেকে শুরু করে স্ক্রিপ্টরাইটার, সিনেমাটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট—সবাই তাদের নির্ধারিত পারিশ্রমিক পেয়ে থাকেন। কিন্তু শুটিং চলাকালে কিছু ব্যক্তি ব্যক্তিগত ইউটিউব বা ফেসবুক পেজে ‘বিটিএস’ ভিডিও পোস্ট করে, যা তাদের অতিরিক্ত আয়ের উৎসে পরিণত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘প্রযোজক বা চ্যানেল মালিক টাকা ইনভেস্ট করে নাটক বানায়। ইউটিউব, টিভি বা ব্র্যান্ডিং থেকে সেই টাকা তুলতে চেষ্টা করে। অথচ ইউনিটের কেউ কেউ গোপনে শুটিং ভিডিও আপলোড করছে। এতে ক্ষতি হচ্ছে প্রযোজকের।’

পোস্টের শেষাংশে নিলয় অভিযোগ করেন, অনেক সহকারী পরিচালক বা ডিওপি-এর সহকারী নিজেরাই গোপন চ্যানেল খুলে এসব ভিডিও আপলোড করছেন। কেউ কেউ আবার শিল্পীদের আইডি বা পেজ থেকে ভিডিও নিয়ে নিজেদের চ্যানেলে দিচ্ছেন।

তিনি সতর্ক করে বলেন, ‘এভাবে চলতে থাকলে প্রযোজকরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন, আর তাতে বিপদে পড়বে ইউনিটেরই কিছু সদস্য।’
বিনোদন অঙ্গনের অনেকেই নিলয়ের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, প্রযোজকের বিনিয়োগ ও সৃষ্টিশীল সম্পদ রক্ষা করাই শিল্পের টেকসই উন্নয়নের শর্ত।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন