এক যুগ পর আবার মঞ্চে ফিরছে পালাকারের ‘ডাকঘর’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:৩৭, ১৬ অক্টোবর ২০২৫

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আবার মঞ্চে ফিরছে পালাকারের বহুল প্রশংসিত প্রযোজনা ‘ডাকঘর’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে তিনটি প্রদর্শনীর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই নাটকটির শততম মঞ্চায়ন উদযাপিত হতে যাচ্ছে আগামী ১৬ ও ১৭ অক্টোবর।
‘ডাকঘর’ এক অনন্য নাট্য অভিজ্ঞতা, যেখানে মুক্তি, অপেক্ষা ও জীবনের গভীরতর অর্থ নির্দেশক শামীম সাগরের নির্মাণে এক সূক্ষ্ম নাট্যরূপে ধরা দিয়েছে। নিষেধ ও প্রাচীরের গণ্ডি পেরিয়ে জীবনের শেষ ডাক শোনার অপেক্ষায় থাকা অমলের গল্প যেন আজও প্রাসঙ্গিক, অনুপ্রেরণাদায়ী।
শততম প্রদর্শনীর অংশ হিসেবে পালাকারের নাট্যপরিবার দর্শকদের আমন্ত্রণ জানিয়েছে তাদের এই বিশেষ আয়োজনের সাক্ষী হতে। তিনটি প্রদর্শনীর সময়সূচি হলো-
১৬ অক্টোবর, বৃহস্পতিবার - সন্ধ্যা ৭টায় ৯৮তম প্রদর্শনী
১৭ অক্টোবর, শুক্রবার - বিকেল ৫টায় ৯৯তম ও সন্ধ্যা ৭টায় শততম প্রদর্শনী
স্থান: স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
নাটকের দৈর্ঘ্য: প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট
২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে পালাকার নিয়মিতভাবে বৈচিত্রপূর্ণ থিয়েটার প্রযোজনা নির্মাণ ও প্রদর্শন করে আসছে। তাদের অন্যতম সাফল্যমণ্ডিত প্রযোজনা ‘ডাকঘর’ বাংলাদেশে ও দেশের বাইরে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে। এই শততম মঞ্চায়ন কেবল একটি প্রযোজনার পুনরাগমন নয়—এটি পালাকারের দীর্ঘ নাট্যযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।