শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে স্ত্রী সুনীতাকে ক্ষমা করলেন গোবিন্দ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৫০, ১৬ অক্টোবর ২০২৫

বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে স্ত্রী সুনীতাকে ক্ষমা করলেন গোবিন্দ

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে সম্প্রতি দাম্পত্য কলহের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। একাধিক ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে—তাদের মধ্যে দূরত্ব এতটাই বেড়েছে যে, সম্পর্ক ভাঙনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তারা। এমনকি সুনীতা নাকি স্বামীর বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগও তুলেছিলেন। যদিও পরবর্তীতে সেই অভিযোগ তিনি নিজেই অস্বীকার করেন।

এমন অবস্থায় করবা চৌথের উৎসবে হাজির হয়ে গোবিন্দ যেন সব জল্পনার অবসান ঘটালেন। স্ত্রীর গলায় প্রায় ৯০ ভরির সোনার হার পরিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে আসেন এই দম্পতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল ও টুইঙ্কল খান্নার মতো তারকারাও।

গোবিন্দ বলেন, ‘আমাদের বাড়িতে সুনীতা সবচেয়ে ছোট। ওর মধ্যে শিশুসুলভ একটা আচরণ আছে। অনেক সময় প্রয়োজন ছাড়াই এমন কিছু বলে ফেলে, যা বলা দরকার হয় না। কিন্তু ওর মনটা একেবারে পরিষ্কার। আমি আগেও বহুবার ক্ষমা করেছি ওকে—এবারও করেছি।’ অভিনেতা আরও জানান, ‘আমাদের আলাদা করার ক্ষমতা ঈশ্বরেরও নেই।’

সম্প্রতি সুনীতাকে একাধিকবার বলতে শোনা গিয়েছিল, ‘পুরুষদের ভরসা করা উচিত নয়, তারা কখন কী করে বসবে বলা যায় না।’ আবার কখনও বলেছেন, ‘আমি গোবিন্দের তাবেদারি করি না, সত্যিটা বলি বলেই সহ্য হয় না।’ সেই টানাপোড়েনের মধ্যেই এবার ভালোবাসা আর ক্ষমার বার্তা নিয়ে একসঙ্গে প্রকাশ্যে এলেন গোবিন্দ-সুনীতা।

দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য জীবনে বহু ঝড়ঝাপটা পার করেছেন এই তারকা দম্পতি। কিন্তু শেষ পর্যন্ত করবা চৌথের উৎসবই যেন ফের মিলিয়ে দিল দুই হৃদয়কে। 


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন