শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

‘প্রকৃতি তোমার সঙ্গে সুবিচার করেনি’ —

তালিবানি মন্ত্রীকে অভ্যর্থনা ঘিরে জাভেদ আখতারের তোপ

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৬:৪৩, ১৬ অক্টোবর ২০২৫

তালিবানি মন্ত্রীকে অভ্যর্থনা ঘিরে জাভেদ আখতারের তোপ

ভারতের  গীতিকার ও চিন্তাবিদ জাভেদ আখতার আবারও প্রমাণ করলেন, তিনি কোনো বিষয়েই নীরব থাকেন না। সম্প্রতি তালিবানি মন্ত্রীকে ভারতের মাটিতে অভ্যর্থনা জানানোয় ফুঁসে উঠেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাভেদ লিখেছেন, “লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে আমার। বিশ্বের সবচেয়ে খারাপ সংগঠনের প্রতিনিধিকে যে অভ্যর্থনা জানানো হল, তা দেখে আমার লজ্জা লাগছে। যারা সন্ত্রাসবাদের বিরোধিতা করে, তারাই এই সংগঠনের প্রতিনিধিকে অভ্যর্থনা জানাল!”

এরপর তিনি এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) আরও লেখেন— “ভীষণভাবে চেয়েছিলাম, অঞ্জনা ওম কাশ্যপ, চিত্রা, নভিকা বা রুবিকার মতো তীক্ষ্ণবুদ্ধি মহিলা সাংবাদিকরা যদি ওই নারী-বিদ্বেষী তালিবানি মন্ত্রীর প্রথম সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকতেন! দুর্ভাগ্যবশত, তা সম্ভব হল না।”

এখানেই থামেননি আখতার। এক ব্যবহারকারী তাকে ব্যঙ্গ করে লেখেন, “স্যার, আপনি তো শিল্পী। নারী সেজে সাংবাদিক বৈঠকে চলে যান না কেন?”
এর জবাবে জাভেদের শ্লেষাত্মক উত্তর ছিল রীতিমতো কড়া অথচ ভদ্র— “ভাই, তোমার জন্য সত্যি দুঃখ হচ্ছে। প্রকৃতি তোমার সঙ্গে সুবিচার করেনি। তবু অন্তত নিজের নাম বলতে পারো, নিজে খেতে পারো, জামাকাপড় পালটাতে পারো, রাস্তা পার হতে পারো। এজন্য কৃতজ্ঞ হও।”

এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনদের মতে, “আখতারের বুদ্ধিদীপ্ত জবাবই ছিল ট্রোলের উপযুক্ত উত্তর।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন