বিচ্ছেদের পর নতুন যাত্রা! ‘অন্তর্যামী’ মাহিয়া মাহির
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৫২, ১৬ অক্টোবর ২০২৫

দীর্ঘ নীরবতার পর ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ফের আলোচনায়। ব্যক্তিগত জীবনের উত্থান–পতনের পর হঠাৎ করেই নতুনভাবে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে সাবেক স্বামী রাকিব সরকার ও সন্তানের সঙ্গে দুটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, “মাশাআল্লাহ”—সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।
এই পোস্টের পর থেকেই সামাজিকমাধ্যমে জোর গুঞ্জন, মাহি কি ব্যক্তিগত জীবনে নতুন মোড় নিচ্ছেন? তবে ভক্তদের চমকে দিয়ে মাহি জানালেন, ব্যক্তিগত জীবনের খবরের বাইরেও রয়েছে এক বড় সুখবর—নতুন সিনেমা।
তিনি ফিরছেন পরিচালক সৈকত নাসিরের নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে। মাহির ভাষায়, “এই ছবিটি ‘অগ্নি-২’-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই ‘অগ্নি’ নয়। ‘অগ্নি’ ছিল প্রতিশোধের গল্প, আর ‘অন্তর্যামী’ একটি সারভাইভাল স্টোরি—বেঁচে থাকার সংগ্রামের কাহিনি।”
মাহি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন, ‘অন্তর্যামী’ একটি সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা। ছবিতে কোনো প্রচলিত নায়ক থাকছে না; বরং অ্যাকশনের সব ভার নিজেই কাঁধে নিচ্ছেন মাহি। তার ভাষায়, “এ সিনেমা হবে ‘অগ্নি’-র চেয়েও বেশি ভয়ঙ্কর এবং অ্যাকশনধর্মী।”
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে মাহিয়া মাহি এবং ৯ বছর বয়সি শিশুশিল্পী মাবশুকে ঘিরে। এই শিশুশিল্পীই অভিনয় করছে ‘অন্তর্যামী’ চরিত্রে।
অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করছেন ভারতের বিখ্যাত বাবা যাদব, আর ফাইট ডিরেকশনে আছেন জাইকা স্ট্যান্ট। পরিচালক সৈকত নাসিরের মতে, “অন্তর্যামী শুধু একটি চলচ্চিত্র নয়, এটি নারীর দৃঢ়তা ও আত্মবিশ্বাসের প্রতীক।”
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর, গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি ছিল তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। তবে বছর দেড়েক আগে মাহি নিজেই সামাজিকমাধ্যমে ভিডিওবার্তায় জানান, তাদের বিচ্ছেদ হয়েছে। দম্পতির রয়েছে এক পুত্রসন্তান।
বর্তমানে ব্যক্তিগত জীবনের জটিলতা পেছনে ফেলে নতুন উদ্যমে ফিরছেন ঢালিউডের প্রিয় মুখ। মাহির এই প্রত্যাবর্তনকে ভক্তরা দেখছেন—‘একজন নারী যোদ্ধার পুনর্জন্ম’ হিসেবে।